এক বছর আগেই স্নাতক ডিগ্রি শেষ করার সুযোগ! নতুন নিয়ম আনছে ইউজিসি
Opportunity to complete your bachelor's degree a year early! UGC is introducing new rules

Truth Of Bengal: বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) শিক্ষার্থীদের স্নাতক ডিগ্রি দ্রুত সম্পন্ন করার সুযোগ দিতে নতুন একটি নিয়ম চালু করতে চলেছে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকেই এই প্রক্রিয়া কার্যকর হতে পারে বলে জানানো হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, তিন বছরের স্নাতক ডিগ্রি কোর্স ছয় মাস আগে এবং চার বছরের ডিগ্রি কোর্স এক বছর আগে শেষ করা যাবে। এর ফলে ফাস্ট লার্নার বা দ্রুত পড়াশোনায় পারদর্শী শিক্ষার্থীরা পূর্ণ মেয়াদের অপেক্ষা না করেই স্নাতক ডিগ্রি অর্জন করতে পারবেন।
ইউজিসি-র চেয়ারম্যান এম জগদীশ কুমার সম্প্রতি চেন্নাইয়ে একটি অনুষ্ঠানে জানান, আইআইটি মাদ্রাজের অধিকর্তা ভি কামাকোটির নেতৃত্বাধীন একটি কমিটি এই সুপারিশ করেছিল, যা ইউজিসি ইতিমধ্যেই অনুমোদন করেছে। কুমার বলেন, “দ্রুত অধ্যয়ন করতে সক্ষম শিক্ষার্থীদের জন্য নির্ধারিত সময়ের আগেই ডিগ্রি অর্জনের এই সুবিধা রাখা হয়েছে। তবে যারা নির্ধারিত সময়েই কোর্স শেষ করতে চান, তাদের জন্যও সেই সুযোগ থাকছে।”
তিনি আরও বলেন, “কোনো শিক্ষার্থী যদি দুই বছরে কোর্স শেষ করতে চায়, তবে সেটা খুব কঠিন হবে। তাই আমরা ছ’মাস থেকে এক বছর আগেই ডিগ্রি শেষ করার অনুমতি দিচ্ছি, যা শিক্ষার্থীদের জন্য বাস্তবসম্মত এবং কার্যকর।”
ইউজিসি ইতিমধ্যে বহুমুখী প্রবেশ ও প্রস্থানের সুবিধা চালু করেছে। শিক্ষার্থীরা কোর্স থেকে প্রয়োজনমতো বিরতি নিতে পারবে এবং পরে তা সম্পূর্ণ করতে পারবে। সময়সীমা বেছে নেওয়ার পর তা পরিবর্তনের সুযোগও থাকবে।
উচ্চশিক্ষা ব্যবস্থাকে শিক্ষার্থীদের জন্য আরও সহজ এবং নমনীয় করে তোলার লক্ষ্যেই ইউজিসি এই পদক্ষেপ নিচ্ছে। কুমার বলেন, “আমরা চাই উচ্চশিক্ষায় আরও বেশি শিক্ষার্থী যোগদান করুক। নতুন এই নিয়ম সেই লক্ষ্য পূরণে সাহায্য করবে।”
এই উদ্যোগ উচ্চশিক্ষার জগতে নতুন দিশা দেখাবে এবং ফাস্ট লার্নার শিক্ষার্থীদের জন্য সময় ও খরচ বাঁচানোর দারুণ সুযোগ সৃষ্টি করবে।