দেশ

বিপর্যের দুঃস্বপ্ন কাটিয়ে ফের স্বাভাবিক হচ্ছে সিকিম, দ্রুত খুলছে এনএইচ ১০

Sikkim latest conditions

The Truth of Bengal: মাসখানেক আগে প্রকৃতির তাণ্ডবলীলা দেখেছিল উত্তর সিকিম। লোনক হ্রদ ফেটে হড়পা বানের ফলে ধুয়ে মুছে যায়, বহু বাড়ি, ঘর। তিস্তার তাণ্ডবে, হারিয়ে যায়, ১০ নম্বর জাতীয় সড়কের একাংশ। কার্যত বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হয়ে সিকিমের একাংশ। বেড়াতে গিয়ে আকটে পড়েন বহু পর্যটক, তাঁদের এয়ারলিফ্ট করে উদ্ধার করা হয়।

এই সমস্ত দুঃস্বপ্ন টাটকা হলেও, ফের ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরতে চলেছে সিকিম। প্রশাসনিক সূত্রের খবর, আগামী ১৯ অক্টোবর ফের খুলে যাচ্ছে সিকিমগামী জাতীয় সড়ক এনএইচ ১০। তিস্তার তাণ্ডবে গেইলখোলার কাছে রাস্তার একটা বড় অংশ ধসে গিয়েছিল। ফের একবার পাহাড় কেটে নতুন করে রাস্তা মেরামতির কাজ শুরু হয়েছে।  এছাড়া যেসব ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেগুলিও মেরামতির কাজ প্রায় শেষ পর্যায়ে।

সিকিম প্রশাসনের তরফে জানানো হয়েছে, আপাতত ওয়ান ওয়ে রাস্তা চালু হচ্ছে। পরে দুটি লেন চালু করা হবে। তবে পুজোর মুখে সিকিমের রাস্তা খুলে যাওয়ায় খুশি পর্যটকেরাও। এই রাস্তাটি খুলে গেলে সিকিম ও কালিম্পংয়ের মধ্যে যাতায়াত দ্রুত সম্ভব হবে। সূত্রের খবর, ১৭ সেপ্টেম্বর থেকেই নাথু লা ও সোমগো লেক খুলে দেওয়া হয়েছে পর্যটকদের জন্য।  পুজোর মুখে পর্যটকদের কথা মাথায় রেখেই যুদ্ধকালীন তৎপরতায় জাতীয় সড়ক মেরামতির কাজে হাত দিয়েছে প্রশাসন। যদিও প্রশাসনের তরফে জানানো হয়েছে, বর্তমানে দক্ষিণ ও পশ্চিম সিকিম এখন বেড়ানোর জন্য নিরাপদ। নামচি, কালুক, রাবাংলা, রিনচেনপং পর্যটককেন্দ্রগুলি বেড়াতে যেতে পারেন পর্যটকেরা।