কোল্ডপ্লের শোতে উপস্থিত দর্শকের উন্মাদনা দেখে অভিনব প্রস্তাব নরেন্দ্র মোদির
Narendra Modi's innovative proposal after seeing the excitement of the audience at the Coldplay show

Truth Of Bengal: ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লে। মুম্বাইয়ে ছিল তাদের একটি শো। তবে একটি শো করতে আসা কোল্ডপ্লে পাঁচটি শো করে ভারত ছাড়লো। কোল্ডপ্লের শোতে উপস্থিত দর্শকের উন্মাদনা দেখে অভিনব প্রস্তাব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
রবিবার ছিল বিশ্বখ্যাত এই ব্যান্ডের শেষ শো ভারতে। যা অনুষ্ঠিত হয়েছিল আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। ওই অনুষ্ঠানেই উপচে পড়েছিল দর্শকের ঢল, উন্মাদনায় ফেটে পড়তে দেখা গিয়েছিল প্রত্যেককে। আর তা দেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, কনসার্ট ইকোনমির ব্যাপক সম্ভাবনা রয়েছে ভারতে। তাঁর প্রস্তাব, বেসরকারি সংস্থার সহযোগিতায় কনসার্ট ইকোনমির জন্য পরিকাঠামো গড়ে তুলুক রাজ্যগুলি। তাতেই উন্নতি হবে রাজ্য তথা দেশের অর্থনীতি।
জানা যায়, ভুবনেশ্বরে উৎকর্ষ ওড়িশা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই তিনি ভাষণ দিতে গিয়ে বলেন, “মুম্বই এবং আহমেদাবাদে ‘কোল্ডপ্লে’র অনুষ্ঠানের দুর্দান্ত ছবি সামনে এসেছে। এটা প্রমাণ করে যে ভারতে লাইভ কনসার্টের ব্যাপক জনপ্রিয়তা। বিশ্বখ্যাত ভারতের অনুষ্ঠান করার বিষয়ে আগ্রহী তারকা শিল্পীরা।” তিনি আরো বলেন, “বর্তমানে ‘কনসার্ট ইকোনমি’র ক্ষেত্র ভারতে ক্রমবর্ধমান। সঙ্গীত, নৃত্যকলার বিশাল উত্তরাধিকার রয়েছে এই দেশে। ভারত কনসার্টের একটি বিশাল ভোক্তা। এখানে ‘কনসার্ট ইকোনমি’র বিরাট সম্ভাবনা আছে।”
প্রসঙ্গত, ভারতে একটি মাত্র অনুষ্ঠান করার কথা ছিল কোল্ডপ্লের। তবে কোল্ডপ্লে প্রেমীদের চাপে মুম্বই, আমেদাবাদ সহ মোট পাঁচটি অনুষ্ঠান করে এই জনপ্রিয় ব্যান্ড। প্রত্যেকটিতেই উপচে পড়া ভিড় নজর কেড়েছে। এমনকি অভিযোগ সামনে এসে টিকিটের কালো বাজারীর। কোল্ডপ্লের এই জনপ্রিয়তা দেখেই কনসার্ট ইকোনমির কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।