
The Truth of Bengal: সামনেই লোকসভা নির্বাচন। আর এই নির্বাচনে সবথেকে হেভিওয়েট লোকসভা আসন হল বারাণসী লোকসভা কেন্দ্রটি। কেননা এই আসনে লড়বেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন তৃতীয় লিঙ্গের হিমাঙ্গি। তিনি অখিল ভারতীয় হিন্দু মহাসভার প্রার্থী হিমাঙ্গী সখী। ‘ট্রান্সজেন্ডার কমিউনিটি’ থেকে তিনিই প্রথম লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতায় নামলেন। নির্বাচন কমিশন বলছে, এই আসনে প্রায় ৪৯ হাজার রূপান্তরকামী ভোটার রয়েছেন! ২০১৯ সালের পরে এই আসনে তৃতীয় লিঙ্গের সংখ্যাশক্তি বেড়েছে।
এই হিমাঙ্গি সমাজে তৃতীয় লিঙ্গদের অধিকার আদায়ে লড়তে চান তিনি। হিমাঙ্গি আরও জানিয়েছেন , নির্বাচনী প্রচারের জন্য বারাণসীতে পৌঁছনো হিমাঙ্গী সখী জানিয়েছেন, মহাসভা তাঁকে বারানসী কেন্দ্র থেকে প্রার্থী করেছেন। তিনি তাঁর ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের প্রতিনিধিত্বও করছেন। লোকসভায় যদি তৃতীয় লিঙ্গের জন্য আসন সংরক্ষিত থাকত, তাহলে তাঁদের এসব করতে হত না বলে জানান তিনি। হিমাঙ্গি প্রশ্ন তোলেন, সংসদে তাদের মতামত নির্বাচন করা হয়েছে। এদিকে মোদি সরকার ক্ষমতায় ১০ বছর রয়েছে।
তবুও তৃতীয় লিঙ্গের সম্প্রদায়ের মানুষদের কোন উন্নতি হয়নি। তাই তাঁর প্রধান লক্ষ্য লোকসভা এবং বিধানসভায় তৃতীয় লিঙ্গদের জন্য একটি করে আসন সংরক্ষণ করা। এছাড়াও অ্যাজেন্ডা হবে তাদের সম্প্রদায়কে শিক্ষিত করা। প্রসঙ্গত, বেনারসে ভোটে লড়ছেন কংগ্রেসপ্রার্থী অজয় রাই। বেনারস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন হিসেবে ইতিমধ্যেই পরিচিত। তিনি সেখানে অপ্রতিরোধ্য এক মুখ হয়ে দাঁড়িয়েছেন বলে মত সংশ্লিষ্ট রাজনৈতিক মহলের। কিন্তু বিজেপির সেই দুর্ভেদ্য গড়ে কি দাঁত ফোটাতে পারবে অজয়ের কংগ্রেস বা সখীর হিন্দু মহাসভা? সেটাই এখন দেখার।