দেশ

মহারাষ্ট্রের ভান্ডারা অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৮, আহত ৭

Massive explosion at Bhandara arms factory in Maharashtra, 8 dead, 7 injured

Truth Of Bengal: শুক্রবার সকালে মহারাষ্ট্রের ভান্ডারা জেলার একটি অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এই দুর্ঘটনায় আটজন শ্রমিকের মৃত্যু হয়েছে এবং সাতজন গুরুতর আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেলা প্রশাসক সঞ্জয় কোল্টে জানিয়েছেন, সকাল সাড়ে ১০টার দিকে ভান্ডারার জওহর নগরে অবস্থিত অস্ত্র কারখানার ‘এলটিপি সেকশন’-এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের সময় সেকশনে ১৪-১৫ জন শ্রমিক কাজ করছিলেন। বিস্ফোরণের কারণে ইউনিটের ছাদ ধসে পড়ে। এতে কয়েকজন শ্রমিক ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন। তিনজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। অগ্নিনির্বাপক দল এবং অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছে।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস এই ঘটনায় শোক প্রকাশ করে বলেন, “ভান্ডারা অস্ত্র কারখানায় বিস্ফোরণের ফলে ৮ জনের মৃত্যু এবং ৭ জন আহত হওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক। জেলা প্রশাসন ও উদ্ধারকারী দল পরিস্থিতি সামাল দিতে সর্বোচ্চ চেষ্টা করছে। আহতদের চিকিৎসায় সবধরনের সাহায্য দেওয়া হচ্ছে।”

কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করি এই দুর্ঘটনাকে “মর্মান্তিক” বলে উল্লেখ করেন। তিনি জানান, “বিস্ফোরণের ফলে ৮ জনের মৃত্যু হয়েছে এবং ৭ জন আহত হয়েছেন। নিহতদের প্রতি আমার গভীর শ্রদ্ধা।”

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং টুইট করে বলেন, “ভান্ডারার এই দুর্ঘটনার খবর শুনে আমি গভীরভাবে মর্মাহত। উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্তদের সাহায্য করছে এবং সবধরনের সহায়তা প্রদান করা হচ্ছে।”

মহারাষ্ট্র কংগ্রেস প্রধান নানা পাটোলে কেন্দ্রীয় সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই দুর্ঘটনা সরকারের অব্যবস্থাপনার ফল।” ভয়াবহ এই দুর্ঘটনা ভান্ডারা জেলায় শোকের ছায়া ফেলেছে। উদ্ধারকাজ এখনও চলছে এবং আহতদের চিকিৎসায় বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Related Articles