দেশ

আদালতে কান্নায় ভেঙে পড়লেন জেট এয়ারওয়েজের প্রতিষ্ঠাতা নরেশ গোয়েল, জেলেই মৃত্যু কামনা

Jet Airways founder Naresh Goyal wished to die in jail

The Truth Of Bengal : জেলেই মরে যাবেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন জেট এয়ারওয়েজের প্রতিষ্ঠাতা নরেশ গোয়েল।আর্থিক তছরুপের মামলায় গত ১লা সেপ্টেম্বর থেকে জেলবন্দি সত্তরোর্ধ্ব নরেশ। শনিবার আদালতে বিচারকের সামনে কান্নায় ভেঙে পড়েন তিনি। বিচারকরের সামনে অভিযুক্ত জেট এয়ারওয়েজের প্রতিষ্ঠাতা নিজের অবস্থার কথা তুলে ধরেন তিনি।বাঁচার সব আশা তিনি হারিয়ে ফেলেছেন বলে জানান।

প্রসঙ্গত, কানাড়া ব্যাঙ্ক থেকে ৫৩৮ কোটি টাকার ঋণ নিয়েও শোধ না করার অভিযোগ রয়েছে জেট এয়ারওয়েজের প্রতিষ্ঠাতা নরেশ গোয়েলের বিরুদ্ধে। অথচ ৫৩৮ কোটি টাকার ঋণ এখনও বকেয়া রয়েছে কানাড়া ব্যাঙ্কের কাছে। সেই কারণেই বিপুল অঙ্কের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। এই পরিস্থিতিতে বিশেষ আদালতের বিচারক এম জি দেশপাণ্ডের কাছে জামিনের আবেদন করেছিলেন নরেশ। সেই শুনানিনে ছিল আদালতেই কার্যত ভেঙে পড়তে দেখা যায় নরেশকে।

প্রসঙ্গত, তাঁর স্ত্রী ক্যানসারের ফাইনাল স্টেজে রয়েছেন। শয্যাশায়ী স্ত্রীর কথা বলতে গিয়ে চোখ জলে ভরে ওঠে নরেশের। নিজের শারীরিক অবস্থার কথাও বলেন বর্ষীয়ান অভিযুক্ত। জানান, তাঁদের একমাত্র মেয়ের শরীরের অবস্থাও ভালো নয়। তবে এদিন  বিচারক বর্ষীয়ান অভিযুক্তের সব কথা ধৈর্য্য ধরে শোনেন এবং তাঁর শারীরিক ও মানসিক অবস্থার সব রকম খেয়াল রাখা বলে জানায় আদালত।

 

FREE ACCESS