দেশ

আদিবাসীদের তৎপরতায় উদ্ধার হল চেক রাজকন্যার বহুমূল্যের আংটি

Indigenous people rescue Czech princess's precious ring

Truth Of Bengal: বর্তমান সময়ে যেমন খারাপ মানুষ রয়েছেন তেমনি আছেন ভালো মানুষ। দারিদ্রতায় থাকলেও কুড়িয়ে পাওয়া বহুমুল্যের জিনিস মালিকের হাতে তুলে দিলেন। এমনই ঘটনা ঘটল মধ্যপ্রদেশের ছিন্দোয়ারায়। সেখানে  হারানো বিয়ের আংটি খুঁজে পেলেন চেক প্রজাতন্ত্রের রাজকুমারী জিতকা ক্লেট। ওই আংটির দাম এই আংটির দাম ছিল প্রায় ২২ লক্ষ টাকা এবং রাজকুমারী এটি খুঁজে দেওয়ার জন্য ৫ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছেন পাতালকোটের আদিবাসীদের জন্য।

জানা গিয়েছে, চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগের রাজপরিবারের রাজকুমারী জিতকা ক্লেট  মধ্যপ্রদেশের গুরুত্বপূর্ণ পর্যটন স্থান ছোট মহাদেবে একটি প্রাকৃতিক জলপ্রপাত দেখতে এসেছিলেন। আর সেইসময় রাজকুমারীর হাত থেকে পড়ে যায় তাঁর বাগদানের হীরার আংটি। যার দাম ছিল ২২ লক্ষ টাকা। স্থানীয়রা সেই আংটি খোঁজা শুরু করে দেয়। সেইসঙ্গে রাজকুমারী ঘোষণা করে দেন আংটি খুঁজে পেলে ৫  লক্ষ টাকা পুরস্কার দেবেন।

অনেক খোঁজার পর অবশেষে আদিবাসীরা খুঁজে পান রাজকুমারীর হাতের আংটি। এরপরেই চোখে অশ্রু নিয়ে জিতকা বলেন, ‘আমি পৃথিবীর কোথাও এত সৎ মানুষ দেখিনি। ২২ লক্ষ টাকার আংটি পাওয়ার পরেও, তিনি আমাদের বলছেন।‘  তবে জিতকার সেই আর্থিক উপহার নিতে অস্বীকার করেন আদিবাসীরা। তাঁরা স্পষ্টভাবে জানিয়ে দেন, তুমি আমাদের অতিথি, আমাদের বোন। আমরা তোমার কাছ থেকে এত টাকা নেব না।

তবে রাজকুমারীর অনুরোধে আদিবাসীরা শেষ পর্যন্ত ৪১ হাজার টাকা নিতে রাজি হন। এই সময় জিতকা আদিবাসীদের সাথে সেলফিও তোলেন এবং প্রতিশ্রুতি দেন যে পরের বার যখন তিনি ছিন্দোয়ারা আসবেন তখন তাদের জন্য উপহার নিয়ে আসবেন। এখান থেকেই স্পষ্ট যে পাতালকোটের আদিবাসীদের জন্য হারানো আংটি খুঁজে পেলেন রাজকুমারী।  যা দেশে-বিদেশে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

Related Articles