দেশ

Friend Stabbing: বন্ধুত্বের মর্মান্তিক পরিণতি! ছুরি চালিয়ে একে অপরকে খুন করল দুই বন্ধু 

Friend Stabbing turns deadly in West Delhi as close friends Sandeep and Arif fatally attack each other with knives during a late-night argument at Tilak Nagar park.

Truth Of Bengal: পশ্চিম দিল্লির তিলক নগরে রবিবার রাতে ঘটে গেল এক মর্মান্তিক ও রক্তাক্ত ঘটনা। পার্কে গিয়ে নিজেদের মধ্যে বচসার জেরে ছুরি দিয়ে একে অপরকে আঘাত করে মৃত্যু হল দুই ঘনিষ্ঠ বন্ধুর। মৃতদের নাম সন্দীপ ও আরিফ(Friend Stabbing)। তাঁরা দু’জনেই দিল্লির খেয়ালা বি-ব্লকে পরিবারসহ বসবাস করতেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সন্দীপ ও আরিফ ছিলেন বহু বছরের ঘনিষ্ঠ বন্ধু। তাঁদের পরিবারগুলোর মধ্যেও সম্পর্ক ছিল ঘনিষ্ঠ। দু’জনেই বিবাহিত এবং তাঁদের সন্তান রয়েছে। সন্দীপ পেশায় ছিলেন একজন প্রাক্তন জিম প্রশিক্ষক এবং বর্তমানে তিনি জমি ও সম্পত্তির ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

[আরও পড়ুনঃ Malda: মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্য! ইংরেজবাজার পুরসভায় জঞ্জাল সার্ভিস চার্জ নিয়ে বিতর্ক তুঙ্গে]

রবিবার রাত ১১টা নাগাদ দুই বন্ধু তিলক নগরের একটি পার্কে দেখা করতে যান। সেখানেই কোনও বিষয় নিয়ে বচসা বাঁধে। ধীরে ধীরে সেই ঝগড়া চরমে ওঠে এবং শেষপর্যন্ত তা রূপ নেয় হাতাহাতিতে(Friend Stabbing)। অভিযোগ, এরপরেই তাঁরা দু’জনেই ছুরি নিয়ে একে অপরের উপর চড়াও হন। ঘটনাস্থলেই গুরুতর জখম হন সন্দীপ ও আরিফ। পরে পুলিশ তাঁদের উদ্ধার করে দীন দয়াল উপাধ্যায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা দু’জনকেই মৃত ঘোষণা করেন। তাঁদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

FB POST: https://www.facebook.com/truthofbengal

এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে খেয়ালা ও তিলক নগর এলাকায়(Friend Stabbing)। ঠিক কী নিয়ে বচসা হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়। ছুরি কোথা থেকে এল, তা নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। আত্মীয় ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে ঘটনার নেপথ্যে কোনও গভীর কারণ আছে কি না, তা জানার চেষ্টা চলছে।এক সময়ের ঘনিষ্ঠ বন্ধুত্ব কীভাবে এমন ভয়াবহ পরিণতির দিকে এগিয়ে গেল, সেই প্রশ্নে স্তম্ভিত স্থানীয় বাসিন্দারা। এই পুরো ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

Related Articles