বাসন কারখানার আড়ালে আগ্নেয়াস্ত্র তৈরির পর্দা ফাঁস
Firearms manufacturing under the guise of a utensil factory exposed

Truth Of Bengal: মাটির নীচে অস্ত্রভান্ডারের উপস্থিতি। দেদার সেখানে তৈরি হচ্ছে দেশি পিস্তল। পাচার হচ্ছে বিভিন্ন প্রান্তে। বিহারের মুঙ্গের জেলার গাজীপুর থানা এলাকার ঘটনা। গোপন সূত্রে খবরের ভিত্তিতে ওই এলাকার মহম্মদ মোনাজিরের বাড়িতে হানা দেয় কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্স, বিহার পুলশের এসটিএফ ও তারপুর পুলিশের যৌথ বাহিনী।
সেখানেই রমরমিয়ে চলছিল থালা তৈরির কারখানা। সেই কারখানাতে তল্লাশি চালাতেই আসল ছবি সামনে এল। মাটির নীচে সেখানে রয়েছে গোপন কুঠুরি। সেই কুঠুরির মধ্যেই একাধিক নানবিধ মেশিনের উপস্থিতি লক্ষ করা গেল। যা আগ্নেয়াস্ত্র তৈরিতে ব্যবহৃত হয়। এই অভিযানেই উদ্ধার হয় সেভেন এম এম-এর ছয়টি পিস্তল ও ছয়টি পিস্তলের বাট।
একটি ড্রিল মেশিন, একটি গ্রাউন্ডিং মেশিন, একটি মিলিং মেশিন ও একটি পলিশিং মেশিন। তাছাড়াও মিলেছে আগ্নেয়াস্ত্র তৈরির কাঁচামাল। পুলিশ সূত্রে খবর, সেখানে বাসন তৈরির কারখানার আড়ালে চলত অস্ত্র তৈরির ব্যবসা। সেই আগ্নেয়াস্ত্র তৈরি হত গোপন কুঠুরিতে। এই ঘটনায় ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ দায়ের হয় মুঙ্গের থানাতে। প্রসঙ্গত, বিগত তিন বছর ধরে মুম্বইতে পরপর অস্ত্র কারখানা হদিস মিলিছে। এই নিয়ে ১৪ নম্বর কারখানার পর্দা ফাঁস করল পুলিশ।