দেশ

হাতে আর মাত্র ৫দিন এখনই বদলে নিন দু হাজার টাকার নোট, জানুন পুরো নিয়ম

রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, যে কোনও ব্যক্তি তাঁর নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনও লিমিট ছাড়াই

The Truth of Bengal: ৩০ সেপ্টেম্বর শেষ দিন। হাতে আর মাত্র ৫টা দিন সময়, এর মধ্যে ২ হাজার টাকার নোট বদলে না নিয়ে পস্তাতে হবে। চলতি বছরের ২৩ মে রিজার্ভ ব্যাঙ্কের তরফে ঘোষণা করা হয়েছিল। এবার থেকে আর বাজারে চলবে না দু হাজার টাকার নোট। কারও কাছে সেই টাকা থাকলে পরিবর্তন করে নিতে হবে ৩০ সেপ্টেম্বরের মধ্যে।

নোট জমা দেওয়ার নিয়ম

রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, যে কোনও ব্যক্তি তাঁর নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনও লিমিট ছাড়াই ২ হাজার টাকার নোট জমা করতে পারেন। যদিও সেই অ্যাকাউন্টের KYC আপডেটেড থাকতে হবে।

যদিও বেসিক সেভিংস ব্যাঙ্ক ডিপোজিট বা জন ধন অ্যাকাউন্টে দু হাজার টাকার নোট নির্দিষ্ট সংখ্যাকই জমা করতে পারবেন।  ইনকাম ট্যাক্স আইনের ১১৪বি ধারা অনুসারে ৫০ হাজার বা তার বেশি টাকা জমা করতে গেলে প্যান নম্বর দিতে হবে।

নোট বদলানোর নিয়ম

৩০ সেপ্টেম্বরের মধ্যে দেশের ১৯টি রিজার্ভ ব্যাঙ্ক শাখার যে কোনও জায়গা থেকে পরিবর্তন করা যাবে। এ ছাড়া ব্যাঙ্কে গিয়েও পরিবর্তন করতে পারেন।  রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকা রয়এছে, নোট পরিবর্তনের জন্য কোনও রকম আইডি প্রুফের প্রয়োজন নেই। যদিও কিছু বেসরকারি ব্যাঙ্ক আইডি প্রুফ নেওয়া চালু করেছে। ফলত, পরিবর্তনের সময় হাতের কাছে আইডি প্রুফ রাখা উচিৎ।

চলতি সপ্তাহে ব্যাঙ্কে ছুটি

ব্যাঙ্ক খোলা রয়েছে সোমবার থেকে বুধবার পর্যন্ত অর্থাৎ ২৫ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত

বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ইদ-এ-মালাদের জন্য ছুটি

ব্যাঙ্ক আবার খোলা থাকবে শুক্র ও শনিবার অর্থাৎ ২৯ ও ৩০ সেপ্টেম্বর