অফবিটদেশ

মাকে বাঁচাতে ত্রাতার ভূমিকা মেয়ের, কিশোরীর সাহসিকতায় হতবাক সকলে

Everyone is shocked by the bravery of the girl, the role of the savior to save the mother

Truth Of Bengal : সব সময় কি মা তার সন্তানকে আগলে রাখে? হয়তো না! মাঝেমধ্যে সন্তানকে দুহাত দিয়ে আগলে রাখে ঠিক তেমনি সন্তানও তার সাধ্যমত চেষ্টা করে বাবা-মাকে আগলে রাখার। এমনই একটি ঘটনা সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, ম্যাঙ্গালুরুতে একটি অল্প বয়সী মেয়ে তার দ্রুত চিন্তা ভাবনা এবং অসীম সাহসিকতার কারণে তার মাকে একটি ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা করেছে। ঘটনাটি ঘটেছে কিন্নিগোলির রামনগর এলাকায়। যা মানুষকে রীতিমতো হতবাক করেছে।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি অটো রিক্সা দ্রুতগতিতে চলছিল। সেই সময় হঠাৎ রিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পারাপার হওয়া এক মহিলাকে সজোরে ধাক্কা মারে। ঘটনায় অটোটি পথচারী মহিলার ওপরে উল্টে যায়। সৌভাগ্যবশত ওই পথচারী মহিলার মেয়ে সেই সময় টিউশন থেকে বাড়ি ফিরছিল। মায়ের এ এখানে অবস্থা দেখে তৎক্ষণাৎ ঘটনাস্থলে দৌড়ে এসে মাকে অটো থেকে বের করে আনার চেষ্টা করে।

মেয়েটি প্রথমে উল্টে দেওয়া অটোরিকশাটি তোলার চেষ্টা করে। অবশেষে রিক্সাটি তুই তো সক্ষম হলে নিচে আটকে থাকা তার মাকে সে মুক্ত করে। মাকে রক্ষার জন্য মেয়ের এই তৎপরতা সিসিটিভি ক্যামেরায় পুরোটাই রেকর্ড হয়। এরপর সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়। মায়ের প্রতি মেয়ের ভালোবাসা দেখে নেটিজেনরা মেয়ের প্রশংসা করেন। বিপদকালীন সময় ভেঙে না পড়ে তরুণী তার উপস্থিত বুদ্ধির সাহায্যে মাকে রক্ষা করেছিল। মেয়ের এহেন সাহসিকতার পরিচয় পেয়ে আনন্দিত সকলে। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা মেয়েটির সাহসিকতার জন্য অনেক প্রশংসা করেছেন।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বছর ৩৫ এর ওই মহিলা ঘটনাস্থলে গুরুতর আহত হওয়ায় তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই দুর্ঘটনায় অটোরিকশাচালক এবং যাত্রীরা সামান্য আহত হন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

একজন এক্স হ্যান্ডেল ব্যবহারকারী লিখেছেন, ” এই সাহসী মেয়েটির সাহসিকতাকে স্যালুট”। অপর এক ব্যক্তি লিখেছেন, ” কিশোরীর এহেনও সাহসিকতার জন্য তাকে পুরস্কৃত করা উচিত”।

Related Articles