দেশ

একাদশী উপলক্ষে পুণ্যার্থীদের ভিড়, পদপিষ্ট হয়ে একাধিক মৃত্যু ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে

জানা গিয়েছে, হাজার হাজার ভক্ত ভিড় জমানোয় পরিস্থিতি হাতের বাইরে চলে যায়।

Truth Of Bengal: আবারও প্রকাশ্যে এলো ধর্মীয়স্থানে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা। এবারের রাজ্য অন্ধ্রপ্রদেশ। কী ঘটেছে সেখানে? শ্রীকাকুলামে অবস্থিত ভেঙ্কটেশ্বর স্বামী মন্দির। একাদশী উপলক্ষে শনিবার সেখানে অজস্র পূর্ণ্যার্থী এসে ভিড় জমান এবং সেখান থেকেই ঘটনার সূত্রপাত। আহত ও নিহত পুণ্যার্থীদের সংখ্যা একাধিক। সকলকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় উদ্ধার করে। ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু।

জানা গিয়েছে, হাজার হাজার ভক্ত ভিড় জমানোয় পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। কঠিন হয়ে ওঠে ভিড় সামাল দেওয়া। তাতেই পরিস্থিতি আরো খারাপ হয়ে যায়। বহু পুণ্যার্থী মাটিতে পড়ে যান ধাক্কাধাক্কি ও হুড়োহুড়ি করার ফলে। তারপরই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় এক হাসপাতালে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় সকলকে। শেষ খবর পাওয়া পর্যন্ত, এই পদপিষ্টের ঘটনায় প্রাণ হারিয়েছেন ১০ জন। এছাড়া আঘাত পাওয়া পুণ্যার্থীদের সংখ্যাও অনেক বলে খবর।

ঘটনায় শোকপ্রকাশ করে রাজ্যের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু লিখেছেন, “যেই দুর্ঘটনাটি ঘটেছে শ্রীকাকুলামের কাশীবুগ্গায় ভেঙ্কটেশ্বর মন্দিরে, তা মর্মান্তিক। মন ব্যথায় ভরে গেছে পুণ্যার্থীদের মৃত্যুতে। সমবেদনা রইল আমার তাঁদের পরিবারের প্রতি। আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে দরকারি সব ব্যবস্থা নেওয়ার। চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে তাঁদেরও, যাঁরা আহত হয়েছেন এর জেরে।”

Related Articles