দেশ

ধনকুবের মুকেশ আম্বানির ডিপফেক ভিডিও ব্যবহার করে লাখ লাখ টাকার জালিয়াতি মুম্বাইয়ে

Billionaire Mukesh Ambani's deepfake video fraud in Mumbai

The Truth of Bengal,Mou Basu: ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম অ্যাপের পর ফের আরেক সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামেও এবার আর্থিক জালিয়াতির ঘটনা ঘটল। বিশিষ্ট ধনকুবের মুকেশ আম্বানির ডিপফেক ভিডিও ব্যবহার করে জালিয়াতরা ইনস্টাগ্রাম রিল তৈরি করেছিলেন। ভুয়ো ভিডিওতে একটি ভুয়ো শেয়ার ট্রেডিং অ্যাকাডেমির প্রচার করা হয়। জালিয়াতদের কথায় বিশ্বাস করে ৭.১ লাখ টাকা বিনিয়োগ করে খুঁইয়েছেন মুম্বইয়ের আন্ধেরির বাসিন্দা বছর ৫৪-র কে এইচ পাতিল নামে এক আয়ুর্বেদিক চিকিৎসক।

গত এপ্রিল মাসে ইনস্টাগ্রাম রিলে মুকেশ আম্বানির ডিপফেক ভিডিও দেখতে পান। ভিডিওতে মুকেশ আম্বানিকে রাজীব শর্মা ট্রেড গ্রুপ নামে একটি শেয়ার ট্রেডিং সংস্থার হয়ে বিনিয়োগের প্রচার করতে দেখা যায়। অনলাইনে ওই চিকিৎসক সার্চ করে দেখেন লন্ডন ও মুম্বইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে অফিস আছে ওই শেয়ার ট্রেডিং সংস্থার।

এতে বিশ্বাস করে মে আর জুন মাসে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেন ওই চিকিৎসক। ২৮ মে থেকে ১০ জুনের মধ্যে ১৬টি আলাদা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৭.১ লাখ টাকা বিনিয়োগ করেন তিনি। তাঁকে ৩০ লাখ টাকার রিটার্নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু জুলাই মাসে তিনি টাকা তুলতে পারেননি। তখন মুম্বইয়ের চিকিৎসক বুঝতে পারেন তিনি সাইবার জালিয়াতির শিকার হয়েছেন। মুম্বই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।

Related Articles