টাকা গাছে ধরে? তেজস্বীর প্রত্যেক পরিবারে সরকারি চাকরির ঘোষণার পাল্টা দিলেন ওয়াইসি
এই ব্যাপারে আরজেডিকে চিঠি পর্যন্ত লেখা হয়েছিল এমিমের তরফ থেকে।
 
						Truth Of Bengal: বিহারের মসনদকে পাখিরচোখ করে, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে, বন্যার প্রতিশ্রুতি বইয়ে যাচ্ছে ইন্ডিয়া থেকে এনডিএ, সকলেই। সম্প্রতি, ইন্ডিয়া জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব ক্ষমতায় এলে প্রতি পরিবারের এক সদস্যকে সরকারি চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছেন। এবার তা নিয়ে তাঁকে পাল্টা দিলেন এমিম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। টাকা কোথা থেকে আসবে নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি কি আরজেডি নেতাকে বিঁধে প্রশ্ন করেন, “গাছে ধরে টাকা?”
ওয়াইসির প্রশ্ন, “অন্তত ৮ লক্ষ কোটি টাকার বাজেটের দরকার বিহারের সমস্ত পরিবারকে চাকরি দিতে হলে। অথচ বাজেট মাত্র ২ লক্ষ কোটি টাকা। কোথা থেকে আসবে বাকি টাকাটা? টাকা কি গাছে ধরে?” যদিও এমিম প্রধানের এই প্রশ্নের উত্তর খোদ তেজস্বীও ঠিকভাবে দিতে পারেননি। তিনি শুধু বলেছেন, “আমি যদি ৫ লক্ষ চাকরি দিতে পারি ২০ মাস উপমুখ্যমন্ত্রী থেকে, তাহলে তা বিহারের সব পরিবারকেও দিতে পারব।” টাকার উৎস প্রসঙ্গে তিনি বলেন, “শীঘ্রই ব্লু প্রিন্ট প্রকাশ করব এটা নিয়ে।” যদিও মহাজোটের নেতাদের মতে, এমিম মুসলিম ভোটকে টার্গেট করে বিহারে লড়ছে এবং সেক্ষেত্রে তাদের আসল প্রতিপক্ষ মহাজোট।
প্রসঙ্গত, আসাদউদ্দিন ওয়াইসি চেয়েছিলেন তাঁর দল ইন্ডিয়া জোটের সদস্য হোক। এই ব্যাপারে আরজেডিকে চিঠি পর্যন্ত লেখা হয়েছিল এমিমের তরফ থেকে। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। জোটের সদস্য না হতে পেরে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন ওয়াইসি এবং পরিষ্কার করে দিয়েছিলেন যে তাঁর দল একাই লড়বে আসন্ন বিধানসভা ভোটে। এক্ষেত্রে দেখার যে এমিমের একা লড়াই ভোটবাক্সে কোন প্রভাব ফেলতে পারে কিনা। মুসলিম ভোট ভাগাভাগি হওয়ায় আরজেডি চাপে করে কিনা, তার উপর থাকবে নজর।
 
				

