অমরনাথ যাত্রার আগে জম্মু-কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করলেন অমিত শাহ
Amit Shah reviewed the security situation in Jammu and Kashmir before Amarnath Yatra

The Truth of Bengal: ভূস্বর্গ জম্মু-কাশ্মীরের নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাটো করার উপর বরাবরই অগ্রাধিকার দিয়েছে কেন্দ্রীয় সরকার। সম্প্রতি সন্ত্রাসবাদী হামলার পর আরও এই সীমান্তবর্তী রাজ্যে নিরাপত্তার নজরদারি বাড়ানো হয়েছে।এবার জম্ম-কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি দিল্লিতে পর্যালোচনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ২৯জুন অমরনাথ যাত্রা শুরুর আগে এই বৈঠক বেশ তাত্পর্যপূর্ণ। মূলতঃ পুণ্যার্থীদের সুরক্ষায় বাড়তি অগ্রাধিকার দেওয়া হয়েছে। উচ্চস্তরীয় বৈঠকে মূলতঃ নিরাপত্তার সমস্তরকম ব্যবস্থা শক্তিশালী করার উপর জোর দেওয়া হয়। কিভাবে সন্ত্রাসের মোকিবিলা করা হবে তার গাইডলাইন দেন অমিত শাহ। এই বৈঠকে হাজির ছিলেন অজিত ডোভাল, লেফটেন্যান্ট গর্ভনর মনোজ সিনহা, সেনা প্রধান মনোজ পাণ্ডে,কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা,সিআরপিএফের ডিরেক্টর জেনারেল অনিশ দয়াল সিং,জম্মু-কাশ্মীর পুলিশের ডিরেক্টর জেনারেল আরআর সোয়েন,অন্যান্য নিরাপত্তা আধিকারিকরাও এই উচ্চস্তরীয় বৈঠকে হাজির ছিলেন। জম্মু –কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন আধিকারিকরা।
[আরও পড়ুনঃ ইউপির বারেলিতে গাছ থেকে উদ্ধার গণধর্ষ*ণ কান্ডে অভিযুক্ত যুবক! “শত্রুতার জেরেই খুন দাবি পরিবার
উল্লেখ্য,মাঝে মধ্যেই সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদীরা এদেশে ঢুকে পড়ে।প্রায়শইচোরাগোপ্তা হামলায় প্রাণহানি ঘটায়।তাই এই সন্ত্রাসবাদী হামলার শিকড় উপড়ে ফেলতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক কোমর বেঁধে নামতে চায়।সেজন্য সীমান্ত এলাকায় বাড়তি নিরাপত্তা বাহিনীর মতোই ভিনদেশী অনুপ্রবেশকারীদের গতিবিধিতে বাড়তি নজর দেওয়ার নির্দেশও জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। গত এক সপ্তাহে সন্ত্রাসবাদীরা চারটি জায়গায় হামলা চালায়।রিয়াসি,কাঠুয়া,ডোডা জেলায় এই সন্ত্রাসবাদী হামলা হয়।যার জন্য ৯তীর্থযাত্রীর প্রাণ যায়,এক সিআরপিএফ জওয়ানও মারা যায়।একইসঙ্গে ৭নিরাপত্তা রক্ষীও অন্যান্য ব্যক্তিরাও আক্রান্ত হয়। সেসময় জওয়ানরা পাল্টা আক্রমণের ধার বাড়ালে পিছু হঠে সন্ত্রাসবাসীরা।যারজন্য কাঠুয়াতে পাল্টা সেনার অভিযানে ২সন্ত্রাসবাদীর প্রাণ যায়। যাদের মধ্যে অধিকাংশই পাকিস্তানী বলে জানা গেছে।একইসঙ্গে প্রচুর অস্ত্রও নাশকতাকারীদের সামগ্রী উদ্ধার হয়।এরপরই শুরু হবে অমরনাথে তীর্থযাত্রা।তাই বেলতালও পাহলহগাঁওয়ে এই নিরাপত্তা পরিস্থিতি আঁটোসাটো করা হয়েছে।
সূত্রের খবর,৪.২৮লাখ মানুষ গুহায় ঢাকা মন্দিরে তীর্থ করতে যায়।তাঁদের সুরক্ষিত করার জন্য অমরনাথের নিরাপত্তার বহর বাড়ানো হয়েছে। তাঁদের অবস্থান জানার জন্য আরএফআইডি কার্ড দেওয়া হবে বলে স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে।যার ফলে পুণ্যার্থীরা কোথায় তীর্থযাত্রায় রয়েছেন তাঁদের এরফলে চিহ্নিত করা সম্ভব হবে।আশা করা যায়, নিরাপত্তার বহর বাড়ানোর জন্য কাশ্মীরে বাড়তি গুরুত্ব দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ৫লক্ষ টাকা বীমার কভারেজ দেওয়া হবে।যেসব তীর্থযাত্রীরা নানা প্রাণীদের নিয়ে যাবেন তাঁদের ৫০হাজার টাকা করে বীমার সুবিধা দেওয়া হবে বলে জানা গেছে।অমরনাথযাত্রার সুবিধার জন্য রেল স্টেশন থেকে বিমানবন্দর,সব কিছুর সঙ্গে যোগাযোগের সমন্বয় গড়ার দিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক গুরুত্ব দিয়েছে।এই অবস্থায় সীমান্তপারের সন্ত্রাস দমনে কেন্দ্র সবদিক ভেবে চিন্তেই এগোতে চাইছে।সেজন্য ব্লুপ্রিন্ট তৈরি করা হচ্ছে বলেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সূত্রে জানা গেছে।তীর্থযাত্রীরা যাতে নিরাপদে ফিরে আসতে পারে ও তাঁদের যাতায়াতের পথে বাড়তি নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হতে পারে।সব মিলিয়ে জম্ম-কাশ্মীর এখন নিশ্চিদ্র্ নিরাপত্তার ঘেরাটোপে রয়েছে বলাই যায়।