মোদির বিরুদ্ধে লড়াইতে অজয় রাই, বারাণসীতে কংগ্রেসের বাজি বিজেপিত্যাগী নেতা
Ajay Rai in the fight against Modi

The Truth of Bengal: উত্তরপ্রদেশে বিজেপিকে শক্ত পিচে খেলতে নামতে হচ্ছে। কংগ্রেস-সমাজবাদী পার্টি একসঙ্গে লড়াই করতে নামায় ধারেভারে বিজেপি বেশ প্যাঁচে পড়েছে। কারণ কংগ্রেসকে ১৭টিআসন আর তৃণমূল কংগ্রেসকে ১টি আসন ছেড়েছে ইন্ডিয়া জোটের শরিক সমাজবাদী পার্টি। এই একের বিরুদ্ধে এক ফর্মূলাই চব্বিশে বিজেপির বৃহত্তম রাজ্যের হিসেব ওলটপালট করে দেবে, এমনটাই দাবি ইন্ডিয়া জোটের শরিকদের।
তার মাঝে চর্চা চলছিল বারাণসীর মতো হাইপ্রোফাইল কেন্দ্রে লড়বেন ? কংগ্রেসের ঘোষিত প্রার্থী তালিকা থেকে জানা গেছে মোদি বনাম অজয় রাইয়ের ডার্বি দেখতে চলেছে ভগবান বিশ্বনাথের আর্শীবাদধন্য শহর। এর আগে অজয় লড়তে নেমেছিলেন। চোদ্দোর পর উনিশেও কংগ্রেসের বাজি ছিলেন একসময়ের সংঘ ঘনিষ্ঠ নেতা। এখন সেই অজয় রাই কংগ্রেসের বাঘা নেতা।
কেন তাঁকে বারবার বেছে নিচ্ছে কংগ্রেস ? কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের উপলব্ধি,যিনি একসময়ে বিজেপির টিকিটে উত্তরপ্রদেশর বিধানসভা নির্বাচনে ৩বার জেতেন। ১৯৯৬, ২০০২ এবং ২০০৭ সালে বারাণসীর কোলাসলা কেন্দ্র থেকে বিধায়ক হয়ে আসা সেই অজয়ই মোদিকে শক্ত চ্যালেঞ্জ ছুঁড়তে পারেন বলে মনে করছেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব।এবার যেহেতু সপা-কংগ্রেস বোঝাপড়া হয়েছে তাই এই বেনারসের পিচে ঘূর্ণি বল ছেড়ে কংগ্রেস প্রার্থী নরেন্দ্র মোদিকে বেগ দিতে পারবেন বলে আশা হাত শিবিরের।