দেশ
Trending

উবের ভাড়া ৭ কোটি ? দেখেই মাথায় হাত গ্রাহকের,

A customer booked an Uber after seeing a fare of Rs.62, but before the ride was over, the phone showed him that he had to pay a bill of Rs.7.66 crore.

Truth Of Bengal: আবারও উবের চড়ে এক বিচিত্র অভিজ্ঞতার সাক্ষী এক যাত্রী। ৬২ টাকার ভাড়ায় সওয়ার করে বিল হল ৭ কোটির বেশি।

ঘটনাটি ঘটেছে নয়ডায়। ৬২ টাকা ভাড়া দেখে এক গ্রাহক উবের বুক করেন, কিন্তু রাইড শেষ হওয়ার আগেই, ফোনে দেখায় তাকে নাকি  ৭.৬৬ কোটি টাকা বিল পে করতে হবে।

নয়ডার দীপক টেঙ্গুরিয়ার সঙ্গে ঘটে এই আজব ঘটনা।  বিল দেখার ধাতস্থ হতে বেশ কিছুতা সময় লেগে যায় ঐ ব্যক্তির , এরপরই তিনি উবের ইন্ডিয়ায় তার অভিযোগ জানান, তার এই বিচিত্র ঘটনার কথা এক্স হ্যান্ডেলে পোস্ট করেন দীপকের বন্ধু আশিস মিশ্র, তিনি মজা করে এ কথাও লেখেন সম্ভবত তার বন্ধু মঙ্গল থেকে পৃথিবীর উদ্দেশ্যে যাত্রা করায় তার বিল আসে ৭ কোটির বেশি টাকা।

 

এই ঘটনা জানাজানি হওয়ার পরই নেট দুনিয়ায় রীতিমত শোরগোল পড়ে যায়। যদিও সওয়ার শেষে তাকে বিল মেটাতে হয় ৬২ টাকাই।এরপর উবের ইন্ডিয়া কাস্টমার কেয়ারের তরফে এই ঘটনার জন্য ক্ষমা চাওয়া হয়েছে।

Related Articles