দেশ

লোকসভায় সাসপেন্ড ৩৩ সাংসদ, তালিকায় তৃণমূলের ৯

MP Loksabha Suspend

The Truth of Bengal: রাজসভার পর এবার লোকসভা। একদিনেই সাসপেন্ড হলেন ৩৩ জন সাংসদ। লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরি-সহ ৩৩ জনকে সাসপেন্ড করা হয়েছে। আছেন কয়েকজন তৃণমূল সাংসদ। সাসপেন্ড হয়েছেন শতাব্দী রায়, সৌগত রায়, কল্যাণ ব্যানার্জি, প্রতিমা মণ্ডল, অপরূপা পোদ্দার, কাকলি ঘোষদস্তিদার, অসিত মাল, সুনীল মণ্ডল ও প্রসূন ব্যানার্জি। শীতকালীন অধিবেশন থেকে সাসপেন্ড করা হয়েছে সবাইকে। জানা গিয়েছে, অধিবেশন শুরুর পরেই পাস হয়ে যায় পোস্ট অফিস বিল। সেই বিল নিয়ে প্রতিবাদে তুমুল হট্টগোল শুরু করেন বিরোধীরা। এই প্রতিবাদের জেরে সাসপেন্ড করা হয় ৩৩ জন সাংসদকে।

এই ঘটনায় বিরোধীদের দাবি, গণতন্ত্রের পীঠস্থান থেকে বিরোধীদের শূন্য করে দেওয়ার ছক করছে শাসকপক্ষ। সংসদ হানার ঘটনার পর নিরাপতা নিয়ে প্রশ্ন করায় রাজ্যাসভার ১৪ জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছিল। সেই ঘটনা নিয়ে এখনও বিতর্ক অব্যাহত। এরই মধ্যে এবার লোকসভা থেকে সাসপেন্ড করা হল মোট ৩৩ জন সাংসদকে।

Related Articles