দেশ

বোমাতঙ্ক দেশ জুরে, দিল্লির তিনটি স্কুলে ইমেল করে বোমা মেরে দেওয়ার হুমকি

3 Delhi schools get bomb threat, Search operation on dgtl

The Truth of Bengal: বোমাতঙ্ক দেশ জুরে, বুধবার সকালে রাজধানী দিল্লির তিন স্কুলে ইমেল করে বোমা মেরে দেওয়ার হুমকি দেওয়া হয়। সকাল থেকেই আতঙ্ক স্কুল চত্বর ঘিরে। খালি করে দেওয়া হয়েছে স্কুল চত্বর। ঘটনাস্থলে পৌঁছেছে বম্ব স্কোয়াড এবং দিল্লি দমকল বাহিনীকে। পুরো ঘটনা ঘিরে তদন্তে নেমেছে পুলিশ প্রশাসন। দিল্লির অন্যতম জনপ্রিয় স্কুল হল চাণক্যপুরীর সংস্কৃত বিদ্যালয়,পূর্ব দিল্লির ময়ূর বিহারের মাদার মেরি স্কুল এবং দ্বারকার  দিল্লি পাবলিক স্কুলে বিস্ফোরণের হুমকি দিয়ে মেল আসে।এই বোমাতঙ্কের জেরে মাদার মেরি স্কুলের পরীক্ষা পর্যন্ত মাঝপথে  স্থগিত রাখতে হয়।কারণ পরীক্ষা হল সহ শিক্ষাঙ্গনজুড়ে চালানো হয় তল্লাশি। আর এই বোমা আতঙ্কের মাঝেই জরুরি পরিস্থিতির কথা মাথায় রেখে পড়ুয়া থেকে শিক্ষক,সবাইকে তড়িঘড়ি ক্যাম্পাস ছেড়ে চলে যাওয়ার নির্দেশও জারি করা হয়।

এদিকে টেরোরাইজার ১১১নামের একটি সংঘঠন থেকে হুমকি। রাজভবন, কলকাতা জাদুঘর সহ একাধিক জায়গায় নাশকতার হুমকি। রাজভবন উড়িয়ে দেওয়ার হুমকি মেইল, তদন্তে লালবাজার। উল্লেখ্য এর আগেও ৫ জানুয়ারি এই সংগঠনের তরফে একই হুমকি মেল পাঠানো হয়েছিল যাদুঘরে। মূলত ৫ই জানুয়ারি কলকাতা পুলিশের ইমেইল আইডিতে একটি মেইল আসে। সেখানে কলকাতায় ভারতীয় জাদুঘর কে উড়িয়ে দেওয়া হবে বলে জানানো হয়। একটি স্বঘোষিত জঙ্গি সংগঠন এই হুমকি সংক্রান্ত ইমেইল পাঠিয়েছিল বলে তখন জানিয়েছিল কলকাতা পুলিশ। এরপর গতকালও কলকাতা বিমানবন্দরকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার একটি হুমকি আসে কলকাতা বিমানবন্দরের ম্যানেজারের কাছে। এর আগেও আরও ২ বার মোট ৩ বার কলকাতা বিমানবন্দরে এইরকম হুমকির মেইল আসে।সামনেই কলকাতা, দমদম লোকসভায় কেন্দ্রে নির্বাচন। তাই সব গোটা ঘটনায় আতঙ্কের সৃষ্টি হয়।মেইল আসার পর রাজভবনে ও যাদুঘরে চলে চিরুনি তল্লাশি।

Related Articles