শীত আসলেই ত্বক হয়ে ওঠে শুষ্ক-রুক্ষ, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে কি মাখবেন জানুন
Winter really makes the skin dry and rough, know what to apply to increase skin radiance

Truth Of Bengal: ছিপছিপে হবার জন্য অনেকেই চিনি এড়িয়ে চলেন। চিনি না খাওয়া নিঃসন্দেহে স্বাস্থ্যকর অভ্যাস। তবে চায়ে কেবল চিনি কম খেলেই চলবে না রান্নার ক্ষেত্রেও চিনি ব্যবহার কমাতে হবে। চিনি কেবল খাবার ক্ষেত্রেই নয়, মাখার ক্ষেত্রেও ব্যবহার করা যেতে পারে। তিনি মুখে মাখলে ত্বকের অনেক সমস্যার সমাধান হবে। শীতকাল পড়তেই ত্বকের হাজার একটা সমস্যা মাথা চাড়া দেয়। সেগুলোর সঙ্গে মোকাবিলা করতেই হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারেন চিনি। জানুন চিনির ব্যবহার কিভাবে করা যাবে।
১) ত্বকের মধ্যে যে সমস্ত মৃত কোষ জমে রয়েছে তা দূর করতে চিনি ব্যবহার করা যেতে পারে। নারকেল তেলের সঙ্গে এক চামচ চিনি মিশিয়ে আলতু আলতো করে হাতে মাখন চিনি যতক্ষণ না গলছে ততক্ষণ পর্যন্ত আলতো আলতো করে মুখে ঘষতে থাকতে হবে। ভালো করে স্ক্রাবিং করলে মৃত কোষ উঠে ত্বক উজ্জ্বল দেখাবে।
২) শীতকাল মানে ঠোঁট ফেটে চৌচির সেটা আসলেই ঠোঁট ফাটতে শুরু করে সবার আগে। আরিফাটা ঠোঁটের মেরামতি করতে সাহায্য করতে পারেন বিটের রস এবং চিনি। বিটুর রস আর চিনি একসঙ্গে মিশিয়ে কিছুক্ষণ ঠোঁটের মধ্যে লাগিয়ে রাখুন। ঘরোয়া এই টোটকায় ঠোঁট হতে পারে মসৃণ।
৩) শরীরের বিভিন্ন অংশে দেখা যায় নানা স্ট্রেচ মার্ক। এই দাগ শরীর থেকে সহজে যেতে চাই না। এই দাগ যদি শরীর থেকে একান্তই দূরে সরাতে হয় তাহলে ব্যবহার করতে হবে চিনি। চিনি আর কফির গুরু এবং তার সঙ্গে কিছু মধু মিশিয়ে স্ট্রেচ মার্কের অংশে প্রলেপ লাগিয়ে দিতে হবে। প্রত্যেকদিন লাগানোর পর কয়েক দিনের মধ্যেই সুফল পেয়ে যাবেন।