
The Truth of Bengal,Mou Basu: Tufts বিশ্ববিদ্যালয় ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের Wyss Institute এর একদল বিজ্ঞানী, গবেষক তাক লাগিয়ে দিলেন। তাঁরা মানব কোষ থেকে জীবন্ত রোবট তৈরি করেছেন। এই রোবটের নাম তাঁরা দিয়েছেন ‘আন্থরোবট’ (Anthrobot)। এই রোবটকে ল্যাবরেটরির মধ্যে ডিশে থাকাকালীন চলাফেরাও করতে দেখা গেছে। বিজ্ঞানীদের আশা একদিন এই রোবট শারীরিক কাটাছেঁড়া সারাতে ও ক্ষতিগ্রস্ত পেশির মেরামত করতে সাহায্য করবে।
তবে এবারই প্রথম জীবন্ত রোবট তৈরি করা হল না। এর আগেও একই বিজ্ঞানী দল আফ্রিকান ক্লড ফ্রগ নামে এক প্রজাতির ব্যাঙের স্টেম সেল থেকে তৈরি করেছিলেন xenobots নামে জীবন্ত রোবট।
কীভাবে অ্যান্থরোবট তৈরি করলেন বিজ্ঞানীরা? কেমন করে কাজ করে এই রোবট?
টাফটস স্কুল অফ আর্টস অ্যান্ড সায়েন্সের জীববিজ্ঞানের অধ্যাপক মাইকেল লেভিন জানান, এই অ্যান্থরোবটের একটি সম্পূর্ণ লাইফ সাইকেল বা জীবনচক্র নেই। করোনা ও ফুসফুসের বিভিন্ন সংক্রমণ নিয়ে গবেষণার জন্য বিভিন্ন বয়স ও লিঙ্গের মানুষের কোষ সংগ্রহ করেছিলেন বিজ্ঞানীরা। সেই মানব কোষ ব্যবহার করেই জীবন্ত রোবট তৈরি করেছেন বিজ্ঞানীরা। রোবটের চারিদিকে হেয়ারলাইক বা চুলের মতো সরু প্রোজেকশন দিয়ে ঢাকা ট্রাকিয়াল কোষ রয়েছে। হেয়ারলাইক প্রোজেকশনের নাম সিলিয়া। সিলিয়া এদিক ওদিক নড়াচড়া করতে পারে। এক একটি কোষ থেকে তৈরি হয় এক একটি অ্যান্থরোবট বা জীবন্ত রোবট। কোন রোবটই এক ধরনের দেখতে নয়। কোনোটা গোলাকার, কোনোটা ডিম্বাকৃতির। ল্যাবরেটরিতে ৬০ দিন মতো বাঁচতে পারে এমন জীবন্ত রোবট। গবেষণা প্রকাশিত হয়েছে Advanced Science নামক জার্নালে।