
The Truth of Bengal: জন্ম থেকেই রোগ বহন করে চলেছে শিশু। কিডনির ক্যান্সারে আক্রান্ত বছর দুইয়ের নীল সূত্রধর।দুরারোগ্য রোগ থেকে রেহাই পাওয়ার জন্য চিকিত্সা খরচ প্রচুর। বড়রকম খরচের জন্য এই ছোট্ট শিশুর পরিবারের চিন্তায় ঘুম ভেঙেছে। একদিকে আর্থিক অভাব আর অন্যদিকে গরিব পরিবারে ব্যয়বহুল চিকিত্সার ভার।চাপে কোণঠাসা হয়ে পড়েছেন দুর্গাপুরের ফরিদপুরের পাটশ্যাওড়ার সূত্রধর পরিবারের।
কী করে ছোট্ট নীলকে সুস্থ রাখবেন তাই নিয়ে বেশ চ্যালেঞ্জের মুখে ছাপোষা পরিবার। তাঁদের কাছে দেবদূত হয়ে আসেন ফরিদপুরের তৃণমূল কংগ্রেস সভাপতি সুজিত মুখার্জি। প্রতিবেশীরাও প্রাণ-চঞ্চল শিশু-কে সুস্থ করে তুলতে এগিয়ে এসেছেন। বিশ্বস্বাস্থ্য সংস্থার তথ্য বলছে,প্রতি বছর প্রায় ৪ লক্ষ শিশু ১৯ বছর বয়সের মধ্যে ক্যান্সারে আক্রান্ত হয়। এদের মধ্যে ৮০% শিশুই চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে ওঠে।
তবে নিম্ন আয়ের দেশগুলিতে সঠিক স্বাস্থ্য ব্যবস্থা না থাকায় অনেক শিশু জীবন যুদ্ধে হেরে যায়।তাই বিরল কিডনি ক্যান্সারে আক্রান্ত ২বছরের শিশুর চিকিত্সার জন্য গণ-উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজের দুর্বলতর শ্রেণিভূক্ত এই শিশুর চিকিতসার জন্য তৃণমূল নেতৃত্বও প্রশাসন হাতে হাত ধরে সহযোগিতা করতে উদ্যোগী হয়েছে। বিরল রোগ দূরীকরণে সমাজ ও সামাজিক দায়বদ্ধ নেতাদের এই ভূমিকা সুস্থ সমাজ গড়ার ভাবনাকে জোরদার করবে বলে অনেকের অভিমত।