ফিচার

গরমে ঘর থাকবে ঠাণ্ডা, গোবর দিয়ে অভিনব উপকরণ বানালেন আইআইটির গবেষকরা

The house will be cool in summer, the researchers of IIT made novel materials with dung

The Truth Of Bengal, Mou Basu : অসাধ্য সাধন করলেন আইআইটি ইন্দোরের অধ্যাপক সন্দীপ চৌধুরি ও তাঁর পিএইচডির ছাত্র সঞ্চিত গুপ্তা। গোবরের মতো সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশবান্ধব মেটিরিয়াল দিয়ে তাঁরা এমন এক প্রাকৃতিক ফোমিং এজেন্ট তৈরি করেছেন যা থার্মাল ইনসুলেশন বা তাপ নিরোধকের কাজ করবে। গবেষকদের দাবি এই অভিনব মেটিরিয়াল কনক্রিটের সঙ্গে মেশালে তা হালকা হবে। ফোমিং এজেন্টের নাম তাঁরা দিয়েছেন ‘GOBAiR’।

ভারতে প্রথমবার এই রকম ফোমিং এজেন্ট তৈরি হয়েছে বলে দাবি গবেষকদের। সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশবান্ধব মেটিরিয়াল GOBAiR নির্মাণকাজের খরচও কমাতে সাহায্য করে বলে দাবি গবেষকদের। বাজারে যে সব রাসায়নিক মিশ্রিত ফোমিং এজেন্ট পাওয়া যায় তার জেরে ঘর অত্যাধিক গরম বা ঠান্ডা হয়। কিন্তু GOBAiR এর মতো প্রাকৃতিক ফোমিং এজেন্ট তাপ নিরোধকের কাজ করবে।

গরমে যেমন ঘরকে ঠান্ডা রেখে সুশীতল অনুভূতি দেবে তেমনই শীতে ঘরকে অত্যাধিক ঠান্ডার হাত থেকে বাঁচাবে। অধ্যাপক সন্দীপ চৌধুরি জানান, বাজারচলতি নির্মাণকাজে ব্যবহৃত সামগ্রীর তুলনায় ২৪% কম খরচে তৈরি করা সম্ভব GOBAiR। লাল রঙের ইট ও ফ্লাই অ্যাশের ইটের চেয়ে তা আরও বেশি হালকা ওজনের ও টেকসই। পরিবেশবান্ধব নির্মাণকাজে ব্যবহৃত সামগ্রী তৈরি করতে GOBAiR কনক্রিট, ইট, টালি বা ব্লকের মধ্যে মেশানো যায়

Related Articles