ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব ব্রহ্মময়ী মা কালীকে আদর করে কী নামে ডাকতেন জানেন?
Do you know what name Tagore Sri Ramakrishna Paramahansadeva Brahmamayi affectionately called Mother Kali

The Truth of Bengal,Mou Basu: কালো রূপ অনেক আছে এ বড় আশ্চর্য কালো, (যাঁরে) হৃদমাঝারে রাখলে পরে হৃদয়-পদ্ম করে আলো। নামে কালী রূপে কালী কালো হতেও অধিক কালো,ও রূপ যে দেখেছে সেই মজেছে অন্যরূপ লাগে না ভালো।
বাঙালিরা কমবেশি মাতৃভাবের সাধক। মাকে ভালোবেশেই বাঙালির বারো মাসে তেরো পার্বণের রোজনামচা। বাংলায় যত সংখ্যক দেবদেবীর মন্দির আছে তারমধ্যে দেবী কালীর মন্দিরই সর্বাধিক। বরানগরের রতনবাবু ঘাটের কাছে প্রামাণিক ঘাট রোডে অবস্থিত ব্রহ্মময়ী কালীমন্দির। মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী শ্রী শ্রী কালীমাতা নামে পরিচিত। ৪টি শিবমন্দির-সহ দেবীর নবরত্ন মন্দিরটি দুর্গাপ্রসাদ ও রামগোপাল দে প্রামাণিক প্রতিষ্ঠা করেন।
শ্রীশ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব ব্রহ্মময়ী কালীকে আদর করে মাসি বলে ডাকতেন। মন্দিরে রয়েছে শ্রীশ্রী ঠাকুরের মূর্তিও। শাক্ত মতে দেবীর ষোড়শ উপাচারে পুজো হলেও কোনো বলি হয় না। ৪টি শিবমন্দির-সহ ব্রহ্মময়ী কালীমাতার নবরত্ন মন্দিরটি ১৮৫৩ সালে প্রতিষ্ঠা করেন দুর্গাপ্রসাদ দেপ্রামাণিক ও রামগোপাল দেপ্রামানিক। কষ্টিপাথরে নির্মিত অপূর্ব সুন্দর দেবীমূর্তি। মায়ের মুখ বড়োই লালিত্যে ভরা। ৫২ ফুট উঁচু মন্দির। মন্দির চত্বরে রয়েছে ৪টি আটচালা শিবমন্দির। দিনে ২ বার শাক্ত মতে পুজো হয়।