বিনোদন
আইটেম ডান্সে জুটিতে বিদ্যার সঙ্গে কাকে দেখা যাবে?
Who will be seen with Vidya in item dance pair?

The Truth of Bengal: আবারও ফিরে এল আমি যে তোমার গানটি। কোন ছবির তা বলার অপেক্ষা রাখে না। ভুলভুলাইয়া ৩-তে ফের এই গানে নাচতে দেখা যাবে বিদ্যা বালনকে।তবে, এবার আর বিদ্যা একা নয়, থাকছেন ধকধক গার্ল মাধুরী দীক্ষিতও। ইতিমধ্যেই ছবির শ্যুটিং শুরু হয়ে গেছে। তাই, বলিউড সূত্রে খবর, দীক্ষিত এবং বালান সিনেমার “অমি যে তোমার” এই জনপ্রিয় গানটিতে স্ক্রিন শেয়ার করবেন। ইতিমধ্যেই ভূষণ কুমার এবং তার দল জনপ্রিয় গানটির একটি নতুন ভার্সান নিয়ে কাজ করছেন। সবকিছু ঠিক থাকলে মে মাসে গানটির শ্যুটিং করার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের।