বিনোদন

যশের টক্সিক-এ করিনাকে রিপ্লেস করল কোন অভিনেত্রী?

Which actress replaced Kareena in Yash's Toxic?

The Truth of Bengal: কিছুদিন আগে জানা গিয়েছিল যে ফারহান আখতারের ডন ৩-তে কাজ করবেন কিয়ারা আদবানি। এবার সামনে এল নতুন আপডেট। শোনা যাচ্ছে যে দক্ষিণী তারকা যশের পরবর্তী ছবি ‘টক্সিক’-এও অভিনয় করবেন তিনি। যশের এই ছবির জন্য অপেক্ষায় রয়েছেন তাঁর ভক্তরা। শোনা যাচ্ছিল, এই ছবিতে যশের বিপরীতে দেখা যেতে পারে করিনা কাপুর খানকে। তবে তিনি নাকি ছবিটি করতে নারাজ। ফলে, এবার যশের বিপরীতে কাজ করার অফার গিয়েছে অভিনেত্রী কিয়ারা আদবানির কাছে। গীতু মোহনদাস পরিচালিত ছবির স্ক্রিপ্ট নাকি ইতিমধ্যে পছন্দ করেছেন নায়িকার। তাই, দক্ষিণি তারকার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন কিয়ারা তা একপ্রকার নিশ্চিত।

Related Articles