ফেব্রুয়ারিতেই রাজকীয় বিয়ে, অথচ তার আগেই ঘটল বড় অঘটন! কী হল বিজয়ের?
কিন্তু জীবনের এই নতুন অধ্যায় শুরুর ঠিক আগেই পেশাগত জীবনে বড়সড় ধাক্কার মুখে পড়লেন বিজয়।
Truth of Bengal: দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি বিজয় দেবেরাকোণ্ডা এবং রশ্মিকা মন্দানার বিয়ের জল্পনা এখন তুঙ্গে। আগামী ফেব্রুয়ারি মাসে উদয়পুরের রাজকীয় প্রাসাদে তাঁরা সাত পাকে বাঁধা পড়তে চলেছেন— এমন খবরে অনুরাগীদের মধ্যে উত্তেজনার শেষ নেই। কিন্তু জীবনের এই নতুন অধ্যায় শুরুর ঠিক আগেই পেশাগত জীবনে বড়সড় ধাক্কার মুখে পড়লেন বিজয়। তাঁর বহুল চর্চিত সিনেমা কিংডম-এর দ্বিতীয় ভাগ তৈরি হওয়া নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা।
২০২৫ সালে কিংডম সিনেমাটি মুক্তি পাওয়ার পর দর্শক ও সমালোচকদের মধ্যে বেশ আলোচনার সৃষ্টি হয়েছিল। তবে সেই আলোচনা বক্স অফিসের কালেকশনে খুব একটা প্রভাব ফেলতে পারেনি। লগ্নিকৃত অর্থ ফেরত পাওয়ার ক্ষেত্রে প্রত্যাশা পূরণ না হওয়ায় এই ছবির প্রযোজনা সংস্থা এখন কিংডম ২ নির্মাণে অনীহা প্রকাশ করছে বলে মনে করা হচ্ছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ছবির প্রযোজক স্পষ্ট জানিয়েছেন যে, আপাতত তাঁরা এই প্রজেক্টটি নিয়ে আর এগোচ্ছেন না। তবে ছবি বাতিলের পেছনে সুনির্দিষ্ট কোনো কারণ তিনি প্রকাশ্যে আনেননি। বিষয়টি নিয়ে ধোঁয়াশা আরও বেড়েছে কারণ পরিচালক গৌতম তিন্নানুরীও এই মুহূর্তে মুখে কুলুপ এঁটেছেন। এমনকি অভিনেতা বিজয় নিজেও ছবির ভবিষ্যৎ নিয়ে কোনো মন্তব্য করেননি। প্রযোজক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই মুহূর্তে এই বিষয়ে বিস্তারিত কিছু বলা তাঁর পক্ষে সঠিক হবে না। ফলে বিজয়ের কেরিয়ারের অন্যতম বড় এই প্রজেক্টটি বিশ বাঁও জলে চলে গেল বলেই মনে করছেন টলিপাড়ার বিশেষজ্ঞরা।
বর্তমানে কাজের চাপের থেকে দূরে থাকতে বিজয় ও রশ্মিকা রোমে একান্ত সময় কাটাচ্ছেন বলে জানা গিয়েছে। তাঁদের এই রোমান্টিক সফরের মধ্যেই সিনেমার কাজ বন্ধ হওয়ার খবরটি অনুরাগীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। বিয়ের প্রস্তুতির আনন্দ আর সিনেমার কাজ থমকে যাওয়ার বিষাদ— সব মিলিয়ে বিজয় দেবেরাকোণ্ডার ব্যক্তিগত ও পেশাগত জীবন এখন এক মিশ্র সময়ের মধ্য দিয়ে যাচ্ছে।






