বিনোদন

ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে দুর্ধর্ষ ভিকি, প্রকাশ্যে ‘ছাবা’র ট্রেলার

Vicky Durdharsha as Chhatrapati Sambhaji Maharaj, 'Chaba' Trailer Out

Truth Of Bengal : প্রত্যাশা ছিলই, সেই প্রত্যাশা মতোই ট্রেলারে বাজিমাত করল ভিকি কৌশল অভিনীত পিরিয়ড ড্রামা ‘ছাবা’। বুধবার প্রকাশ্যে এল ছবির ট্রেলার। ৩ মিনিট ৯ সেকেন্ডের ট্রেলার এক বারের জন্যে চোখ ফেরাতে দেবে না আপনার। এক কথায় ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে ভিকি কৌশল দুর্ধর্ষ। ট্রেলারে ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে ভিকি কৌশলকে দেখলে রীতিমতো কাটা দেবে গায়ে। বলা ভালো এই ছবি দিয়ে নিজের জাত চেনালেন ভিকি। ‘ছাবা’র ট্রেলারে দেখা যায়, ছত্রপতি শিবাজি মহারাজ চলে যাওয়ার পর শত্রুরা ভেবেছিল, সেই সাম্রাজ্যে নিজেদের আধিপত্য বিস্তার করা সহজ হবে! কিন্তু পিতার সেই তেজ, দুঃসাহসী বলিষ্ঠ চরিত্র যে পুত্র সম্ভাজির মধ্যেও রয়েছে, সেটা আন্দাজও করতে পারেনি বিপক্ষরা। যে ঠিক বাবার মতোই দুষ্টের দমন সৃষ্টের পালন করে। ট্রেলারে ভিকির মুখে ‘জয় ভবানী’ আর  ‘হর হর মহাদেব ‘ ধ্বনি রীতিমতো কানে বাজবে সকলের।

‘ছাবা’তে ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলতে অনেক কসরত করতে হয়েছে ভিকিকে। ছবির জন্য ২৫ কিলো ওজন বাড়িয়েছিলেন অভিনেতা। আর সেই কষ্টই যে সফল হতে চলেছে সেটা ছবির ট্রেলারে স্পষ্ট। ট্রেলারে ভিকি কৌশলের পাশাপাশি নজর কেড়েছেন রশ্মিকা মন্দানা। ছবিতে ছত্রপতি সম্ভাজি মহারাজের স্ত্রী যেশুবাঈয়ের ভূমিকায়

অভিনয় করেছেন রশ্মিকা। এছাড়াও এই সিনেমায় মুখ্য অভিনয় করছেন অক্ষয় খান্না, আশুতোষ রানা, দিব্যা দত্তরা। চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে লক্ষ্মণ উতরেকার পরিচালিত পিরিয়ড ড্রামা ‘ছাবা’। আর এই ছবি যে বক্স অফিসে ঝড় তুলবে তা এখন শুধুই সময়ের অপেক্ষা। উল্লেখ্য, বর্তমানে বলিউডের ব্যস্ত অভিনেতাদের মধ্যে একজন ভিকি কৌশল। হাতে রয়েছে একের পর এক কাজ। সঞ্জয় লীলা বনশালির ‘লাভ অ্যান্ড ওয়ার’, আদিত্য ধরের ‘ইম্মরটাল অশ্বত্থামা’র মতো বিগ বাজেট প্রজেক্ট তাঁর ঝুলিতে। তবে ২০২৫ এর শুরু যে ধামাকাদার হতে চলেছে ভিকির তা ‘ছাবা’র ট্রেলারেই স্পষ্ট।