বিনোদন

‘বেদা’র ফার্স্টলুকে চমক, জনের ছবির মুক্তি জুলাইয়ে

Vedaa first look

The Truth of Bengal: একমুখ ভর্তি দাড়ি। চোখের চিতার মতো ক্ষিপ্রতা। নতুন বছরের দুরন্ত অ্যাকশনের ইঙ্গিত দিলেন জন আব্রাহাম। শেয়ার করলেন নিজের আগামী ছবি ‘বেদা’র ফার্স্ট লুক। দুটি ছবি শেয়ার করেছেন জন। যার একটিতে দেখা যাচ্ছে বলিউডের এক উদীয়মান নায়িকা শর্বরী ওয়াঘকে। এর আগে বান্টি অউর বাবলি টু-তে দেখা গিয়েছিল তাঁকে।

রানি ও সইফের সঙ্গে ছবিতে আলাদাভাবে নজর কেড়েছিলেন শর্বরী। এছাড়া বেশকিছু ছবিতে তিনি সহকারি পরিচালক হিসেবেও কাজ করেছেন। তবে, নায়িকা ভূমিকায় এই প্রথম কাজ করতে চলেছেন শর্বরী ওয়াঘ। ‘বেদা’ সিনেমায় শর্বরীকে বেশ লড়াকু মেজাজেই দেখা যাবে তাঁকে। তার চোখে রয়েছে জল, আর আক্রোশ। পোস্টারের ক্যাপশনে জন লিখেছেন, “ওর ত্রাতার প্রয়োজন ছিল, পেল অস্ত্র।

”শোনা গিয়েছে, ছবিটিতে শর্বরীর চরিত্রের মেন্টর হিসেবে দেখা যাবে জনকে। পরিচালক নিখিল আডবানির এই ছবিটি মুক্তি পাবে আগামি জুলাই মাসে। এর আগে বাটলা হাউস-এ নিখিল ও জনের জুটি সাফল্যের মুখ দেখেছিল। এবার বহুদিন বাদে এই জুটি বক্স অফিসে কী কামাল দেখাতে পারে এখন সেটাই দেখার।

Related Articles