স্বামীর মৃত্যুর পরে ফের মঞ্চে ফিরলেন ঊষা উত্থুপ!
Usha Uthup returned to the stage after the death of her husband

Truth Of Bengal: স্বামী হারানোর শোক কাটিয়ে মঞ্চে ফিরলেন ঊষা উত্থুপ। গানকে ভালোবেসেই বেঁচে থাকার কথা বলেন পদ্ম ভূষণ পুরস্কারপ্রাপ্ত এই সংগীতশিল্পী। জীবনের প্রিয় মানুষকে হারিয়েছেন গত মাসেই। স্বামী হারানোর কয়েকদিনের মধ্যেই মঞ্চে ফিরেছেন তিনি।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগীতশিল্পী বলেন,’আমি ঘরে বসে থাকতে, কাঁদতে চাই না। কারণ এটার কোনও অর্থ নেই। উনিই আমার কেরিয়ার বানাতে, বড় হতে সাহায্য করেছিলেন। ওঁর জন্যই আমি আমার কেরিয়ারে এগোতে পেরেছি। উনি কখনই আমার জীবনে নাক গলাননি।’ তিনি আরও বলেন, ‘আমি যতক্ষণ গান গাইছি, গান নিয়ে আছি আমি ভালো আছি।’
প্রসঙ্গত, চলতি বছর ৮ জুলাই প্রয়াত হন ঊষা উত্থুপের স্বামী চাকো উত্থুপ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছে ৭৮ বছর। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন চাকো উত্থুপ। কিন্তু সেই শোক সামলে সঙ্গীত জগতে ফিরলেন ঊষা। তিনি জানান, ‘এই সময়টা আমার জন্য ভীষণ কঠিন। আমি আমার স্বামীকে হারিয়েছি। ভীষণই কষ্টজনক বিষয়টা। অনেক সাহস লাগে এমন কোনও ঘটনার পর আবার লাইভ শোতে ফিরে আসতে। স্বামীকে হারানোর মাত্র কয়েকদিনের মধ্যেই বিশেষ করে। আমি কীই বা আর করতাম? শো এসেছিল। আর আমি নিয়ে নিলাম।’