বিনোদন

ছিল জল্পনা, অবশেষে প্রেমে সিলমোহর কৃতির

There was speculation, but finally Kriti's love was sealed

Truth Of Bengal: জল্পনা চলছিলই, অবশেষে সেই জল্পনায় সিলমোহর দিলেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। কার সঙ্গে প্রেম করছেন কৃতি? অভিনেত্রীর প্রেমিকের নাম কবীর বাহিয়া। পেশায় শিল্পপতি। এই লন্ডন নিবাসী প্রেমিকের প্রেমেই হাবুডুবু খাচ্ছেন কৃতি। সম্প্রতি পরিবার, কাছের মানুষদের নিয়েই দীপাবলি উদযাপন করেছেন কৃতি। আর সেখানেই দেখা মিলেছে কবীরের। আর তাতেই এক একে দুই করেছেন নেটিজেনরা।

যদিও কৃতি-কবীরের প্রেমের গুঞ্জন শুরু হয় গত জুলাইয়ে জন্মদিনের সময় থেকে। দীপাবলিতে পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন  কৃতি-কবীর। সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কৃতি। আর তাতেই স্পষ্ট হয়েছে এক ওপরের সঙ্গে সম্পর্কে রয়েছেন কৃতি-কবীর। তবে এখানেই শেষ নয়, জল্পনা আরও স্পষ্ট হয়েছে, দুজনকে একসঙ্গে বিমানবন্দরে দেখে। ই ইতিমধ্যেই সেই ভিডিও সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে, কৃতির পরনে কালো শর্টস ও কালো টপ। তার উপরে চাপিয়ে নিয়েছেন রংচঙে জ্যাকেট। পায়ে স্নিকার্স। বিমানবন্দরে হাজির কৃতি।  তবে কিছুটা দূরেই দাঁড়িয়ে ছিলেন কবীর। তাঁর পরনে কালো টিশার্ট ও ডেনিম প্যান্ট। আর তাতেই প্রেমের জল্পনা আরও স্পষ্ট হয়।  এখন দেখার এই জুটির প্রেম কবে পরিণতি পায়।

Related Articles