যিশু-নীলাঞ্জনার সুখের সংসারে নাকি ফাটল?নীলাঞ্জনার পাশে শাশ্বত পত্নী মহুয়া ও রাগেশ্বরী
There is a crack in the happy world of Jesus-Nilanjana

The Truth of Bengal: এতদিন যিশু-নীলাঞ্জনা টলিপাড়ার ‘পাওয়ার কাপল’ নামেই পরিচিত ছিল। কিন্তু বিনোদন জগতে যেভাবে একের পর এক সম্পর্কের ফাটল ধরছে ,তারই মধ্যে গুঞ্জন উঠছে যিশু-নীলাঞ্জনার সেই সুখের সংসারে নাকি ফাটল ধরেছে।নিজের আপ্তসহায়ক শিনাল সূর্তির সঙ্গেই নাকি সম্পর্কে জড়িয়েছেন যিশু। এমন খবরে মন ভেঙেছে বহু অনুরাগীর। ইতিমধ্যেই নিজের নামের পাশ থেকে সেনগুপ্ত পদবী সরিয়ে ফেলেছেন নীলাঞ্জনা। বাবাকে আনফলো করে দিয়েছেন বড়মেয়ে মেয়ে সারাও। এই সব জল্পনার মধ্যে একটাই প্রশ্ন উঠছে , তাহলে কি সত্যিই টলিপাড়ার এই জুটির ২০ বছরের দাম্পত্যে দাঁড়ি পড়তে চলেছে।
যদিও সম্পর্কের ভাঙন নিয়ে যিশু একটিও শব্দ উচ্চারন করেননি। এই পরিস্থিতিতে যিশুপত্নী নীলাঞ্জনার পক্ষেই সওয়াল করলেন শাশ্বত চট্টোপাধ্যায়ের স্ত্রী মহুয়া চট্টোপাধ্যায়। নীলাঞ্জনার সঙ্গে মহুয়ার বন্ধুত্ব বহুদিনের। প্রায়দিনই তাঁদের একই ‘গার্লস গ্যাং’-এ দেখা যায়। এদিকে এই কঠিন পরিস্থিতিতে নীলাঞ্জনার পাশেই দাঁড়ালেন মহুয়া চট্টোপাধ্যায়। মহুয়া, নীলাঞ্জনার উদ্দেশ্যে লিখেছেন ‘তোমাকে দুর্দান্ত এবং শক্তিশালী মানুষ বলেই জানি। খুব গর্ব হয় তোমার জন্য। সবসময়ই তোমার সঙ্গে রয়েছি নীলাঞ্জনা।’ পাল্টা মহুয়া চট্টোপাধ্যায়ের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন নীলাঞ্জনাও।
তবে শুধু মহুয়া চট্টোপাধ্যায় নয়, নীলাঞ্জনার পাশে দাঁড়িয়েছেন তাঁর অভিনেত্রী বন্ধু রাগেশ্বরীও। তিনিও নিজের ইনস্টাস্টোরিতে লিখেছেন, ‘একসময় জীবনে কঠিন সময়ে তুমি আমাকে হাত ধরে বাঁচিয়েছিলে, এবার আমার পালা। আজ আমার পালা।’ টলিপাড়ায় কানপাতলে শোনা যাচ্ছে, তাঁরা নাকি বিচ্ছেদের বিষয়ে আইনি পরামর্শও নিচ্ছেন। শোনা যাচ্ছে, গুজরাটি কন্যা শিনাল সূর্তির সঙ্গেই নাকি বেশ কয়েকমাস ধরে তাঁরা লিভ-ইন সম্পর্কেও রয়েছেন।যিশু এইমুহূর্তে বলিউড, টলিউড ও দক্ষিণী ইন্ডাস্ট্রিতে অন্যতম ব্যস্ত অভিনেতা। কাজের সূত্রে মুম্বইতেই বেশিরভাগ সময় থাকতে হয় তাঁকে। তবে কি কর্মব্যস্ততাই যিশু-নীলাঞ্জনার মধ্যে দূরত্ব বাড়াল? উঠছে প্রশ্ন।