টলিউডের ত্রয়ী এবার এক পর্দায়, বলিউডের ছোঁয়া এবার টলিউডেও!
The trio of Tollywood is now on one screen, the touch of Bollywood is now in Tollywood!

The Truth Of Bengal : বলিউডে ইতিমধ্যেই দুই খান একই সিনেমাতে ধরা দিয়েছেন। পাঠান আর তারপর টাইগার ৩। বলিউডের প্রথম সারির এই দুই তারকা একসাথে এক স্ক্রিনে নিজেদেরকে দেখিয়ে বলিউডের প্রতি দর্শকের আকর্ষণ বহু গুনে বাড়িয়ে তুলেছেন। করোনা কালীন সময়ে পিছিয়ে পড়া বলিউড ধীরে ধীরে এখন আবার ফিরে আসছে। এরই মধ্যে এবার জোর জল্পনা চলছে টলিউডের নাকি তিন জন প্রথম সারির তারকাকে একসঙ্গে দেখা যেতে পারে।
এই মুহূর্তে দাঁড়িয়ে কমার্শিয়াল ছবিতে নিজেকে এখনো ধরে রেখেছেন জিৎ। অন্যদিকে সেখান থেকে বেরিয়ে এসে একেবারে ভিন্ন ধারার ছবিতে দেখা যাচ্ছে দেব দাপটের সাথে দাঁড়িয়ে আছেন টলিউডে। এদের মধ্যে আবার দু তরকারি সমতা বজায় রেখে চলেছেন কিংবদন্তি অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তবে এবার টলিউডের অন্দরে কানাঘুষো শোনা যাচ্ছে এই তিনজনকে নাকি দেখা যাবে একসাথে একই পর্দায়। যদিও এই কথার সত্যতা প্রমাণ করেছেন জিৎ নিজেই।
তিনি জানিয়েছেন বেশ কিছুদিন আগে মুম্বাইগামী বিমানে বুম্বাদার সাথে তার দেখা হয়। সেখানে নাকি বুম্বাদা নিজেই তাকে প্রস্তাব দিয়েছেন এই ধরনের একটি সিনেমার। জিতের কথায় এমন সিনেমায় তার কোন আপত্তি নেই। তবে বলিউডের থেকে ভিন্ন পথে হাঁটতে চান তিনি। তিনি চান ক্যামিও নয় সমান্তরাল চরিত্রে তিন জনকে একসাথে হাজির করা হলে হয়তো সেটা আরও বেশি ভালো হবে। এরকম গল্পের অপেক্ষায় যেমন দর্শক রয়েছেন তেমনই অপেক্ষায় রয়েছেন অভিনেতা নিজেও।
FREE ACCESS