
The Truth Of Bengal: গডজিলা ও কিং কং চরিত্র দুটি বেশ কয়েক বছর ধরেই আলাদা করে সিনেপ্রেমীদের মনে জায়গা করে নিয়েছে। এই দুই চরিত্র আবার আসছে পর্দায়। প্রকাশ পেয়েছে ‘গডজিলা এক্স কং দ্য নিউ এম্পায়ার’-এর ট্রেলার। ‘গডজিলা এক্স কং দ্য নিউ এম্পায়ার’ পরিচালনা করেছেন অ্যাডাম উইনগার্ড। মার্চের ২৯ তারিখ মুক্তি পেতে চলেছে ছবিটি।
FREE ACCESS