বিনোদন
Trending

মুক্তি পাচ্ছে  ‘বাবালি’, আবিরের সাথে খুনসুটিতে মত্ত হয়ে শুভশ্রী বললেন ‘‘রাজ ভাল প্রেম করতে পারে ’’

Subhashree Ganguly share some insides about Raj chakraborty on babli movie promotion

The Truth Of Bengal: রাজ চক্রবর্তী-শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের  জুটি যেমন বাস্তবে সাড়া ফেলে দিয়েছে ঠিক তেমনই পর্দায় সফল এই পরিচালক-অভিনেত্রীর যুগলবন্দি।এবার তিনি  শুধু রাজের ছবির নায়িকা নন, তিনি রাজের সহ-প্রযোজক হিসেবে কাজ করার বাড়তি দায়িত্ব পেয়েছেন।কয়েক বছর আগে শুভশ্রীর সঙ্গে বিয়ের পর পরই রাজ পরিচালিত ‘পরিণীতা’ ছবিতে অভিনয় করেছিলেন নায়িকা।এরপর রাজের ‘ধর্মযুদ্ধ’ ও ‘হাবজি গাবজি’র মতো ছবিতেও অভিনয় করেছিলেন শুভশ্রী। তবে  সাফল্যের দিকে ‘পরিণীতা’কে ছাপিয়ে যেতে পারেনি ‘ধর্মযুদ্ধ’ ও ‘হাবজি গাবজি’ ছবি।

তবে এবার পরিচালক রাজ  দর্শকদের একেবারে নিখাদ প্রেমের গল্প নিয়ে সাহিত্যিক বুদ্ধদেব গুহ-র উপন্যাস অবলম্বনে তৈরি ‘বাবালি’ ছবি উপহার দিতে চলেছেন।এই ছবিতে বাবলির চরিত্রে শুভশ্রীকে অভিনয় করতে দেখা যাবে। এই প্রথমবার অভিনেতা আবীর চট্টোপাধ্যায় ও শুভশ্রীকে একসাথে জুটি বাঁধতে দেখা যাবে। শহরের এক রেস্তোরাঁয়   রাজের  ছবির প্রচারে  হাজির ‘বাবলি’র গোটা টিম। সেখানে ছবির প্রচারে  সাদা এম্ব্রয়ডারি করা সুতির শাড়িতে শুভশ্রী, সঙ্গে মানানসই ব্লাউজ। খোলা চুলে পাশে গোজা সাদা গোলাপ। ঠিক যেমনটা পর্দায় বাবলিকে দেখা গিয়েছে সেই ভাবেই ধরা দিলেন শুভশ্রী। খয়েরি শার্ট সঙ্গে ঘিয়ে প্যান্টে আবীর। লাল পোশাকে সৌরসেনী, এই ছবিতে ঝুমার চরিত্রে দেখা যাবে তাঁকে। এছাড়াও ছিলেন এই ছবির সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত ও পরিচালক রাজ।

ইতিমধ্যেই ছবিতে আবীর-শুভশ্রীর রসায়ন  দেখতে দর্শকেরা আগ্রহ প্রকাশ করেছে। তবে তার আগে ছবির প্রচারে আবীর ও রাজের রসায়ন চোখে পড়েছে সকলের। একে অপরের সঙ্গে খুনসুটিতে মত্ত হয়ে তাঁরা একে অপরকে কী ভাবে সম্বোধন করে সেটা বোঝাতেই ব্যস্ত যখন সেই সময় শুভশ্রী বলেন, ‘‘রাজ ভাল প্রেম করতে পারে। ’’ খানিক ভ্যাবাচ্যাকা খেলেন রাজ সঙ্গে সঙ্গে শুভশ্রীর সংযোজন, ‘‘ আমার সঙ্গে যেভাবে প্রেমটা করে সেটা দুর্দান্ত।’’ সাথে নায়িকা এও বলেন, প্রেমের ছবি বানাতেও  রাজের জুরি মালা ভার। আগামী ১৫ অগাস্ট রাজ পরিচালিত ‘বাবলি’ ছবি মুক্তি পেতে চলেছে।শুধু তাই নয় ‘বাবলি’ ছবির সাথে সাথে সৃজিত মুখোপাধ্যায়ের  ‘পদাতিক’ ছবিও মুক্তি পেতে চলেছে।তবে পরিচালক রাজ চক্রবর্তী নিজের ‘বাবলি’ ছবির সাথে সাথে সৃজিতের  ‘পদাতিক’ ছবি দেখারও অনুরোধ জানিয়েছেন দর্শকদের।

 

 

Related Articles