বিনোদন

দামোদরের পাড়ে ‘খাদান’-এর শ্যুটিংয়ে ব্যস্ত তারকারা

Stars are busy shooting for 'Khadan' on the banks of Damodar

The Truth Of Bengal: এই মুহূর্তে বাংলার বিভিন্নপ্রান্তে শুটিং করে বেড়াচ্ছেন দেবের খাদান টিম। আসানসোলের কোলিয়ারির দুর্নীতি নিয়ে তৈরি হতে চলেছে দেবের এই অ্যাকশন প্যাক্ট ছবি। এর আগে স্তূপীকৃত কয়লার মধ্যে দেব-যিশুর শুটিংয়ের দৃশ্য ভাইরাল হয়েছিল, এমনকি খাদানের সেট থেকে ভাইরাল হয়েছিল দেব ও যিশুর নাচের দৃশ্যও। যেখানে প্রকাশ্যে ধরা পড়েছিল তাঁদের লুক। সেই ছবি সোশ্যাল দুনিয়ায় ভাইরাল হতেই ছবিকে কেন্দ্র করে উৎসাহ বাড়ছে অনুরাগীদের মধ্যে।

এবার সেই জুটিকে ফের দেখা গেল বর্ধমানের বুদবুদের রণডিহা ড্যাম্পে দামোদর নদের ধারে। মঙ্গলবার সকাল থেকেই ছবির সেট পড়েছিল এখানে। সেখানে শুটিং করতে মঙ্গলবার আসেন দেব ও যীশু। সকাল থেকেই দামোদর নদের মাঝে শুরু হয় ছবির শ্যুটিং। সকাল থেকে দুপুর পর্যন্ত চুটিয়ে ছবির শ্যুটিং করেন দেব ও যিশু। শ্যুটিংয়ের পর জনতার উদ্যেশে হাত নাড়তেও দেখা যায় দেবকে।

টলিউড তারকাদের দেখতে বাঁকুড়া ও বর্ধমান দুই জেলার হাজার হাজার মানুষ দামোদরের পাড়ে ভিড় জমিয়েছিলেন। তবে, কড়া নিরাপত্তার জন্য তারকাদের কাছে না পৌছতে পারলেও প্রিয় তারকাদের কাছ থেকে দেখতে পেয়ে আপ্লুত দেব ভক্তরা। ছবির শ্যুটিং ও তারকাদের লুক দেখে সকলেই মনে করছে যে চলতি বছর আরও একটা ব্লকবাস্টার দিতে চলেছে দেব ও তাঁর খাদান টিম।

FREE ACCESS

 

Related Articles