বিনোদন

জুলাইতেই শোভনের সঙ্গে সাতপাক! বিয়ে নিয়ে কী জানালেন সোহিনী?

Satpak with Shobhan in July! What did Sohini say about marriage?

The Truth Of Bengal : টলিপাড়ায় বেশ কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল প্রেমের গুঞ্জন। শোভন-সোহিনীর প্রেমের সম্পর্ক ছাদনাতলায় পরিণতি পাওয়া নিয়ে জল্পনা ছিল একেবারেই তুঙ্গে। টলিউডের অন্দরমহলে কানাঘুষো শোনা যাচ্ছিল, সোহিনী নাকি ইতিমধ্যে নিজের বিয়ের জন্য ৩ লাখ টাকার নেকলেস অর্ডার দিয়ে দিয়েছেন। শপিং থেকে শুরু করে ফটোগ্রাফার সহ নানান খুঁটিনাটি কাজ প্রাথমিক পর্যায়ের সবই নাকি একেবারেই চূড়ান্ত।

সূত্রের খবর, আগামী জুলাই মাসেই নাকি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন শোভন-সোহিনী। এই পরিস্থিতিতে বলতে গেলে টলিপাড়ার একেবারে ট্রেন্ডিং কাপল হলেন তারা। বেশ কিছুদিন আগে বহুরূপী অনুষ্ঠান থেকে শোভন গাঙ্গুলির  দুই প্রাক্তন প্রেমিকা স্বস্তিকা দত্ত ও ইমন চক্রবর্তীর হাসি-ঠাট্টার একটি ভিডিও প্রকাশ্যে এসেছিল। এ প্রসঙ্গে সরগরম হয়েছিল টলিপাড়া। বিয়ে নিয়ে কোনরকম কোন মন্তব্য করতে নারাজ বিশিষ্ট অভিনেত্রী এবং গায়ক। বর্তমানে ‘অথৈ জল’ এর প্রচারে ব্যস্ত অভিনেত্রী।

Related Articles