টলিপাড়ায় বিয়ের সানাই! বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছে রুবেল-শ্বেতা
Sanai married in Telepara! Rubel-Shveta is about to get married

Truth Of Bengal: বেশ কিছু দিন ধরে টেলিপাড়ার বাতাসে ভাসছিল তাঁদের বিয়ের গুঞ্জন। এবার সেই গুঞ্জনকে সত্যতার রূপ দিয়ে বিয়ের পীড়িতে বসতে চলছেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য ও অভিনেতা রুবেল দাস। জানা গিয়েছে, তাঁদের বিয়ের শুভ দিনক্ষণও ঠিক হয়ে গিয়েছে। জানা গিয়েছে, আগামী বছরের(২০২৫) জানুয়ারি মাসেই তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছে।
প্রসঙ্গত, তাঁদের প্রেমপর্ব শুরু হয়েছিল ‘যমুনা ঢাকি’ টিভি ধারাবাহিকের সেট থেকে। এর পর তাঁদের সেই সম্পর্ক গভীর হতে শুরু করে। তবে তাঁদের এই সম্পর্ক নিয়ে তাঁরা কখনই প্রকাশ্যে কিছু বলেননি। শুরুতে নিজেদের প্রেম কাহিনী লুকিয়ে রেখেছিলেন শ্বেতা ও রুবেল। কিন্তু তারকা জুটির প্রেম কাহিনী বেশিদিন আড়ালে থাকল না। একটা সময় নিজেদের সম্পর্কের কথা নিজেরায় স্বীকার করে নেন।
এবার তাঁদের প্রেমপর্বে পড়ল শিলমোহর, আর তাতেই শুরু বিয়ের চর্চা। তবে দুই তারকা জুটি এখনও তাঁদের বিয়ের দিন নিয়ে কিছু বলেননি। কিন্তু জানুয়ারিতেই যে চার হাত এক হচ্ছে তা নিয়ে নিশ্চিত টলিপাড়া। এই বিষয়ে শুধু তাঁদের ঘনিষ্ঠ বন্ধুরা সঠিক তথ্য জানেন, এমনটাই জানা গিয়েছে। টেলি পাড়া থেকে জানা গিয়েছে, তারকা জুটি ইতিমধ্যেই তাঁদের বিয়ের কেনাকাটাও শুরু করে দিয়েছেন।