বিনোদন

হারিয়ে যাওয়া স্বামীর খোঁজে ঋতুপর্ণা, সিরিয়াল কিলিংয়ের রহস্য সমাধানে ‘ম্যাডাম সেনগুপ্ত’

Rituparna in search of her missing husband, 'Madam Sengupta' to solve the mystery of serial killing

The Truth Of Bengal :  সায়ন্তন ঘোষালের পরিচালনায় আসছে নতুন থ্রিলার ‘ম্যাডাম সেনগুপ্ত’। সম্প্রতি গরমের দাবদাহের মধ্যেই কলকাতায় শুরু হল এই ছবির শ্যুটিংপর্ব। ছবির প্রথমদিন চুটিয়ে শ্যুটিং করলেন রাহুল বোস, ঋতুপর্ণা ও খরাজরা। গরম থাকলেও তাকে উপেক্ষা করেই কাজ করতে হয় অভিনেতাদের এমনটাই জানান ঋতুপর্ণা।

এই ছবিতে বহুদিন পর ফের একসঙ্গে কাজ করেছেন রাহুল বোস ও ঋতুপর্ণা সেনগুপ্ত। এই থ্রিলারে একটি সংবাদপত্রের মালিকের ভূমিকায় দেখা যাবে অভিনেতা রাহুল বোসকে। তবে দীর্ঘ ১৮ বছর বাদে ঋতুর সঙ্গে স্ক্রিন শেয়ার করে বেশ খুশি এই বলিউড অভিনেতা।

ছবিতে কাজের সূত্রে কলকাতায় আসেন কার্টুনিস্ট ঋতুপর্ণা সেনগুপ্ত। এই শহরে এসে ঘটনাচক্রে রহস্যজনকভাবে হারিয়ে যান তাঁর স্বামী। নিখোঁজ স্বামীর সন্ধান পেতে কীভাবে ম্যাডাম সেনগুপ্তর জীবন পাল্টে যাবে তাই দেখানো হয়েছে স্বায়ন্তনের এই নতুন থ্রিলারে। রাহুল ও ঋতুপর্ণার সঙ্গে এই ছবিতে রয়েছেন অনন্যা চট্টোপাধ্যায়, দেবপ্রিয় মুখোপাধ্যায়, সুহোত্র মুখোপাধ্যায়, পরাণ বন্দ্যোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, অম্বরীশ ভট্টচার্য্য, সুপ্রিয় দত্তের মত অভিনেতারা। কলকাতা ছাড়া উত্তরবঙ্গেও হবে এই ছবির শ্যুটিং ৷ সবকিছু ঠিক থাকলে চলতি বছরেই মুক্তি পাবে রাহুল ও ঋতুপর্ণার ম্যাডাম সেনগুপ্ত।

Related Articles