বিনোদন

Rashmika Mandanna: পুরুষদের ঋতুস্রাব হোক! প্রকাশ্য মঞ্চে কেন এমন বিতর্কিত মন্তব্য করলেন রশ্মিকা মন্দানা?

অভিনেত্রীর এই মন্তব্যের পরই নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Truth of Bengal: বিজয় দেবেরাকোণ্ডার সঙ্গে অভিনেত্রী রশ্মিকা মন্দানার বিয়ে নিয়ে অনুরাগীদের কৌতূহল তুঙ্গে। ঠিক এমন সময়েই এক বিতর্কিত মন্তব্য করে নতুন করে চর্চার কেন্দ্রে উঠে এলেন এই দক্ষিণী তারকা। সাধারণত খুব সতর্কতার সঙ্গে বিতর্ক এড়িয়ে চলেন রশ্মিকা। তাঁর বাকবিতণ্ডা বা প্রকাশ্য সমালোচনার খবর সচরাচর শোনা যায় না। এই কারণেই বলিপাড়ায় অনেকেই মন্তব্য করেন যে, রশ্মিকা সম্ভবত সকলের কাছে ‘ভালো’ থাকার চেষ্টা করেন।

সম্প্রতি একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রশ্মিকা। সেখানেই তাঁকে প্রশ্ন করা হয়, পুরুষদের মধ্যে এমন কোন জিনিসটি তিনি দেখতে চান, যা বর্তমানে শুধু নারীদের মধ্যেই রয়েছে। এই প্রশ্নের জবাবে রশ্মিকা এক মুহূর্ত দেরি না করে উত্তর দেন, “আমি চাই পুরুষদেরও ঋতুস্রাব হোক। তা হলে ওঁরা এই কষ্ট ও যন্ত্রণা বুঝতে পারবে।”

অভিনেত্রীর এই মন্তব্যের পরই নতুন করে আলোচনা শুরু হয়েছে। তাঁর এই মন্তব্য নিয়ে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ রশ্মিকার এই বক্তব্যের সমালোচনা করে বলেছেন যে, এটি প্রকৃতিবিরুদ্ধ কথা, কারণ এটি সম্পূর্ণ প্রাকৃতিক একটি বিষয়। আবার অন্য একটি অংশ রশ্মিকাকে সমর্থন করে জানিয়েছেন যে, ঋতুস্রাব চলাকালীন নারীদের যে কষ্ট সহ্য করতে হয়, তা পুরুষদের পক্ষে বোঝা সম্ভব নয়।

ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জনের পাশাপাশি পেশাগত বিষয়েও সম্প্রতি মুখ খুলেছেন রশ্মিকা। অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের ৮ ঘণ্টা কাজের দাবিকে তিনি সমর্থন জানিয়েছেন। যদিও পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা সম্প্রতি মন্তব্য করেছেন, রশ্মিকা নিজে সময় মেপে কাজ করেন না।

Related Articles