
The Truth of Bengal: জোয়া আখতারের দ্য আর্চিস ছবির রেশ কাটতে না কাটতেই ফের ছবির অফার পেলেন অমিতাভ বচ্চনের নাতি অগ্যস্তা নন্দা। তাই,নবাগত অভিনেতাকে ফের একবার দেখা যাবে বড় পর্দায় কাজ করতে। দ্য আর্চিস ছবিটি বক্স অফিসে তেমন সাড়া না ফেললেও সুদর্শন চেহারার অগ্যস্তের অভিনয় বেশ মনে ধরেছে সকলের। এবার তিনি কাজ করতে চলেছেন বলিউডের বিখ্যাত পরিচালক শ্রীরাম রাঘবনের সঙ্গে।
ছবির নাম ইক্কিস। ২০২৪ সালের জানুয়ারিতে পরিচালক শ্রীরাম রাঘবনের সঙ্গে কাজ শুরু করবেন তিনি। সেকেন্ড লেফটেন্যান্ট অরুণ ক্ষেত্রপালের বায়োপিক বানাচ্ছেন পরিচালক শ্রীরাম রাঘবন। ওই বায়োপিকে সেনা আধিকারিক অরুণ ক্ষেত্রপালের নামভূমিকায় অভিনয় করতে চলেছেন অগস্ত্য।
খবরের সুত্রানুযায়ী, এর আগে মুখ্য ভূমিকায় এই চরিত্রে অভিনয় করছিলেন বরুণ ধাওয়ান। এরপর কোনও কারণে ছবি থেকে সরে দাঁড়িয়েছেন বরুণ। আর তাঁর জায়গাতেই অগ্যস্তকে চুজ করেছেন পরিচালক এস. রাঘবন। এই ছবিতে গুরুত্বপূর্ণ রোলে দেখা যাবে বলিউডের হি-ম্যান ধর্মেন্দ্র।ছবির শুটিং শুরু হতে চলেছে আগামি জানুয়ারি মাসে।আপাতত নতুন সিনেমার প্রস্তুতিতে ব্যস্ত অমিতাভের নাতি অগ্যস্ত নন্দা।