পরিণীতি ও রাঘবের রাজকীয় বিয়ের তোড়জোড় জোর কদমে
Raghaniti's wedding ceremony is getting ready

The Truth of Bengal: মে মাসে বাগদান সম্পন্ন হলেও কবে তাদের চারহাত এক হয় সেই অপেক্ষায় দিন গুনছিল অনুরাগীরা। অবশেষে রাঘব-পরিণীতির বিয়ের আসর সেজে উঠেছে উদয়পুরে। এদিন দিল্লি বিমানবন্দরে একসঙ্গে ক্যামেরাবন্দি হলেন রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়া। উদয়পুরের উদ্দেশে পাড়ি দিয়েছেন হবু দম্পতি। শোনা যাচ্ছে বিয়ের আসর উদয়পুরের হোটেল লীলা প্যালেসে ব্যবস্থা করা হয়েছে কড়া নিরাপত্তার।
সেখানেই পরিণীতি ও রাঘবের রাজকীয় বিয়ের তোড়জোড় চলছে জোর কদমে। ২৪ সেপ্টেম্বর বিয়ে। সূত্রের খবর, বর বেশে রাঘব একটি হোটেল থেকে ‘দ্য লীলা প্যালেস’-এর উদ্দেশে রওনা দেবে নৌকা করে। সেই বাহন সাজানো হবে মেওয়াড়ি কায়দায়। সূত্রের আরও খবর, ১০০ জন ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী থাকবেন বিয়ের আসরে। বিয়ের স্থান ‘হোটেল লীলা প্যালেস’ তৈরি হয়েছে পিচোলা হ্রদের মাঝখানে।
লেকের মধ্যিখানে চার থেকে পাঁচটি নৌকায় থাকবেন নিরাপত্তারক্ষীরা। এই হোটেলগুলিতে পৌঁছনোর জন্য যে প্ল্যাটফর্ম তৈরি হয়েছে সেই জেটিতে মোতায়েন করা থাকবে,থাকবে বিশেষ নিরাপত্তারক্ষী। সবমিলিয়ে তারকা জুটির বিয়েতে আর কি কি চমক থাকবে তা দেখার জন্য মুখিয়ে রয়েছে ভক্তরা।