বিনোদন

স্বামীকে নিয়ে চিন্তায় পরিণীতি! দৃষ্টিশক্তি হারাতে পারেন রাঘব?

Parineeti worried about her husband! Can Raghav lose his eyesight?

The Truth Of Bengal :  উদয়পুরে রাজকীয় ভাবে বিয়ে সারেন অভিনেত্রী পরিণীতি চোপড়া ও আপ নেতা রাঘব চাড্ডা। সেই ঘটা করে বিয়ের ১ বছরের মধ্যেই দুঃসংবাদ।  বর্তমানে দিল্লিতে না থেকে লণ্ডনে রয়েছেন রাঘব। এদিকে রাঘব নিয়ে চরম উৎকণ্ঠায় রয়েছেন পরিনীতি। কেন রাঘব পত্নী পরিনীতি এতটা দুশ্চিন্তায় রয়েছেন স্বামীকে নিয়ে।

পরিণীতি- রাঘব সাতপাঁকে আবদ্ধ হওয়ার পর বছর ঘুরতে না ঘুরতেই দুঃসংবাদ। পরিণীতির স্বামী তথা আপ নেতা রাঘব চাড্ডাকে লোকসভা ভোটেও তাঁকে সক্রিয় রাজনীতিতেও দেখা যাচ্ছে না। কি এমন হল নায়িকার স্বামীর যার জন্য তিনি নিজেকে গুটিয়ে নিয়েছেন? আসলে রাঘব চাড্ডা ভয়ঙ্কর চোখের সমস্যায় ভুগছেন। দৃষ্টিশক্তি হারাতে পারেন রাঘব। বর্তমানে তিনি লণ্ডনে রয়েছেন। সেখানেই তাঁর চিকিৎসা চলছে।

এদিকে পরিণীতি চোপড়া সম্প্রতি ‘অমর সিং চমকিলা’ তে অভিনয় করেছেন। ছবির জন্য বেশ প্রসংশাও পাচ্ছেন অভিনেত্রী। তবে অভিনেত্রীর মন ভাল নেই। বর্তমানে কঠিন সময়র মধ্য দিয়ে যাচ্ছে এই কাপল। তবে রাঘব দ্রুত সুস্থ হয়ে দিল্লিতে ফিরে আসুক এই  কামনায় করছেন নেটিজেনরা।

 

Related Articles