OMG! রেড কার্পেট মাতাতে কীভাবে সেজে উঠছেন বিউটি কুইন আলিয়া? সামনে এল তারই কয়েক ঝলক
OMG! How is beauty queen Alia dressing up on the red carpet Mata? A few glimpses of him came forward

The Truth Of Bengal : বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় রেড কার্পেট ‘মেট গালা’! তারকাদের উপস্থিতিতে, অনন্য পোশাকের বাহারে সেজে উঠেছিল মেট গালা ২০২৪ এর রেড কার্পেট! এদিন মেট গালায় দেখা গিয়েছিল বলিউডের কুইনকেও! এদিন একাধিক হলি তারকাদের ভিড়ের মধ্যেই সব্যসাচীর শাড়িতে মন কেড়েছিলেন বলিউডের আজকের দিনের সবচেয়ে সফল অভিনেত্রী আলিয়া ভাট। এবার এই জনপ্রিয় অভিনেত্রীকে দেখা যাবে একেবারে ভিন্ন লুকে। Vogue magazine সোমবার সন্ধ্যায় তার হোটেল রুমে MET Gala-এর জন্য প্রস্তুতি শুরু করেছেন। সম্প্রতি আলিয়া ভাটের একটি ভিডিও শেয়ার করেছেন। এই ভিডিওতে দেখা যাচ্ছে, অভিনেত্রীর চুলের স্টাইল ঠিক করে দিচ্ছিলেন অমিত ঠাকুর এবং মেকআপ করে দিচ্ছিলেন পুনিত বি সাইনা।
View this post on Instagram
বিখ্যাত মেকআপ আর্টিস্ট পুনিত একটি ভিডিও শেয়ার করে আলিয়ার সাথে ৯ বছর কাজ করার অভিজ্ঞতা শেয়ার করেন। সব্যসাচি মুখোপাধ্যায়ের ডিজাইন করা একটি শাড়ি পরে আলিয়া নজর কেড়েছিলেন সবার। এছাড়াও আনাইতা স্রফ এবং আরও অন্যান্য প্রতিভাবান ব্যক্তিদের সমন্বয়ে তিনি রেড কার্পেটে হেঁটেছিলেন। আর সেই ভিডিও ইন্সটাগ্রামে শেয়ার করেছেন। ক্যাপশানে তিনি লেখেন, “ টিম ওয়ার্কস মেটস দ্য ড্রিম ওয়ার্ক”।
View this post on Instagram
এছাড়াও সব্যসাচি আলিয়ার সাথে স্মৃতি চারনা করে বলেন, ক্লাস ৯ এ শিক্ষক দিবসের জন্য আলিয়ার প্রথমবার শাড়ি পড়ার কথা। এই বছর মেট গালার থিম ছিল, স্লিপিং বিউটিসঃ রিওয়াকেনিং ফ্যাশন এবং ড্রেস কোড, ‘দ্য গার্ডেন অফ টাইম’।
এদিন জেএলও থেকে শুরু করে জিজি, জেনডেয়া, নিকি মিনাজ সহ বহু তারকাদের ভিড় জমাতে দেখা গিয়েছিল। তবে শুধুমাত্র মহিলারাই নন নিজেদের হট্ সিজলিং হাঙ্ক লুক নিয়ে পুরুষদেরও টেক্কা দিতে গিয়েছিল এদিন। বিখ্যাত কোরিয়ান ব্যান্ড স্ট্রে কিডসের ফেলিক্সরা যখন মেট গালায় উপস্থিত হয়েছিলেন। তাছাড়াও হ্যান্ডসম হাঙ্ক ক্রিস হেমসওয়ার্থ তো রয়েছেনই। অফ হোয়াইট রঙের ফরম্যাল লুকে কোনও ভাবেই নজর ফেরানো যাচ্ছিল না তাঁর দিক থেকে।
View this post on Instagram
নিউ ইয়র্কের ‘মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট’এ অনুষ্টিত হওয়া মেট গালা ২০২৪ অনুষ্ঠানটি সত্যিই জেন এদিন সেজে উঠেছিল জে.জি ব্যালার্ড এর কলমের যাদুতে। ফেয়ারি টেল জেন এদিন বাস্তবে পরিণত হয়েছিল একপ্রকার। তবে একথা সত্যিই অস্বীকার করা যায় না যে, উইন্টুর এর পরিকল্পনায় ও তারকাদের সমাগমে মেট গালা ২০২৪ এর মঞ্চ সোমবার নিউ ইয়র্ক সিটিকে রূপান্তরিত করে দেয় চাঁদের হাটে।