স্ত্রীর জন্মদিনে আবেগঘন পোস্ট নিকের, প্রিয়াঙ্কাকে শুভেচ্ছা জানাতে কী লিখলেন তিনি?
Nick's emotional post on his wife's birthday, what did he write to wish Priyanka?

The Truth Of Bengal : আজ তাঁর কাছে বিশেষ দিন! এই শুভদিনে সেই বিশেষ মানুষের উদ্দেশ্যে একটি আবেগপূর্ণ পোস্ট করলেন নিক জোনাস। হ্যাঁ, আজ প্রিয়ঙ্কার ৪২তম শুভ জন্মদিন। এই বিশেষ দিনে স্ত্রীকে সমাজমাধ্যমে শুভেচ্ছা জানালেন নিক।
আজ ইন্সটাগ্রামে নিক তাঁর স্ত্রীয়ের একটি ছবি পোস্ট করেছেন। প্রথম ছবিতে দেখা যাচ্ছে প্রিয়ঙ্কা মোনোকিনিতে সুইমিং পুলের ধারে বসে রয়েছেন। দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে, দম্পতি চুম্বনরত অবস্থায় রয়েছেন। তৃতীয় ছবিতে, প্রিয়ঙ্কাকে একা হট লুকে পোজ দিতে দেখা গিয়েছে। সবশেষে চতুর্থ ছবিতে সমুদ্রের ধারে প্রিয়ঙ্কার হাত ধরে রয়েছেন নিক। ছবিটি তোলা হয়েছে পিছন থেকে।
View this post on Instagram
ছবিগুলি পোস্ট করে নিক তাতে ক্যাপশানে লিখেছেন, ‘‘আমি ভাগ্যবান বলে তোমার মতো নারীকে পেয়েছি। শুভ জন্মদিন।’’ নিকের পোস্টের কমেন্ট সেকশনে তাঁদের দুজনের অনুরাগীরাও প্রিয়ঙ্কাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। কেউ কমেন্টে লেখেন, “নিক-প্রিয়ঙ্কা হল আদর্শ দম্পতী”। আবার কেউ লিখেছেন, “এই বিশেষ দিনে আপনার প্ল্যান কী?”
প্রসঙ্গত, ২০১৭ সালে মেটগালায় প্রথম আলাপ হয়েছিল নিক-প্রিয়ঙ্কার। তার মাত্র এক বছর পর অর্থাৎ ২০১৮ সালে যোধপুরের উমেদ ভবনে তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের ৩ বছরের মধ্যেই প্রিয়ঙ্কার কোল আলো করে এক আসে কন্যা সন্তান। ২০২২ সালে জানুয়ারি মাসে দম্পতি তাঁদের কন্যাসন্তান মালতী মেরি জোনাসের কথা প্রকাশ্যে আনেন। এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় নিজের আসন্ন নতুন ছবির শুটিংয়ে ভীষণ ব্যস্ত প্রিয়ঙ্কা।