বিনোদন

পদ্ম পুরস্কার গ্রহণ করলেন মিঠুন ও উষা, বাংলা থেকে আর কারা পেলেন এই পুরস্কার ?

Mithun and Usha received the Padma award, who else got this award from Bengal?

The Truth Of Bengal :  সোমবার ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে এই পদ্মভূষণ পুরস্কার গ্রহণ করেন মহাগুরু মিঠুন  চক্রবর্তী। চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য এই পুরস্কারে সম্মানিত হয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। মিঠুন ছাড়াও সংগীতশিল্পী উষা উত্থুপকেও দেওয়া হয়েছে ‘পদ্মভূষণ’। তিনি অবাঙালি হয়েও বাংলাকে ভালবেসে ‘খাঁটি বাঙালি’ হয়ে উঠেছেন। ভালবাসে তাঁর প্রিয় শহর কলকাতাকে। মিঠুন ও উষা উত্থুপের পাশাপাশি এবার পদ্মশ্রী পাচ্ছেন বীরভূমের প্রখ্যাত লোকশিল্পী রতন কাহার। মূলত ভাদু গানের জন্য জনপ্রিয়তা পেয়েছেন ৮৮ বছর বয়সি এই সঙ্গীত শিল্পী। সত্তরের দশকে তাঁর গলায় বড় লোকের বেটি লো গানটি জনপ্রিয়তার শিখরে পৌঁছায়।

– বাংলার গুণীশিল্পীদের পাশে ‘পদ্মবিভূষণ’ সম্মানে ভূষিত করা হয়েছে দেশের প্রাক্তন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু, অভিনেতা চিরঞ্জীবী, বৈজয়ন্তীমালা, বিন্দেশ্বর পাঠক এবং পদ্মা সুব্রহ্মণ্যমকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শিল্পকলায় বাংলাদেশের গায়িকা রেজওয়ানা চৌধুরী বন্যাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেছেন। প্রসঙ্গত, দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্ন-এর পর অন্যতম সম্মান হল পদ্ম পুরস্কার। এই পুরস্কার তিনটি বিভাগে দেওয়া হয়- পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী। ভারত সরকার ১৯৫৪ সালে পদ্ম পুরস্কার শুরু করেছিল। ১৯৫৫ সালে এর তিনটি ভাগ হয়। সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের এই পুরস্কার দেওয়া হয়।

Related Articles