ছোট পর্দা ও বড় পর্দা পর ওটিটি ডেবিউ করতে চলেছেন মিঠাইরানি,সিরিজের নাম ‘কালরাত্রি’
Mithairani is going to make her OTT debut after small screen and big screen, the series name is 'Kalratri'

Truth Of Bengal: পুজোর আগেই নতুন ইনিংস শুরু করতে চলেছ টলিউড অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু। ছোট পর্দায় ও বড় পর্দায় সবার মন জয় করার পর, এবার ওটিটিতে ডেবিউ করতে প্রস্তুত অভিনেত্রী। নিখোঁজ খ্যাত পরিচালক অয়ন চক্রবর্তীর আগামী সিরিজে দেখা যাবে সৌমিতৃষাকে। সিরিজের নাম ‘কালরাত্রি’।
এই থ্রিলার ঘরানার সিরিজে সৌমিতৃষার পাশাপাশি দেখা যাবে রাজদীপ গুপ্ত, ইন্দ্রাশিস রায়, রূপাঞ্জনা মিত্ররা। এছাড়াও দেখা মিলবে অনুজয় চট্টোপাধ্যায়, দেবেশ চট্টোপাধ্যায়দের। জানা গিয়েছে বিয়ের প্রেক্ষাপট নিয়ে সাজানো হয়েছে ‘কালরাত্রি’ সিরিজের কাহিনি। জানা গিয়েছে আগামী ১১ সেপ্টেম্বর থেকে শুরু হবে ‘কালরাত্রি’ সিরিজের শুটিং, ৪ অক্টবর পর্যন্ত চলতে পারে। প্রসংঙ্গত ২০১৬ ‘এ আমার গুরুদক্ষিণা’ ধারাবাহিকের মাধ্যমে অভিনয় কেরিয়ারে হাতে খড়ি হয় সৌমিতৃষা কুন্ডুর। এরপর মিঠাই সিরিয়ালের সুবাদে সৌমিতৃষা কুণ্ডুর জনপ্রিয়তা তুঙ্গে।
এর পর ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় পা রাখেন অভিনেত্রী। সৌমিতৃষা তার প্রথম ছবিতে সুপারস্টার দেবের সঙ্গে জুটি বাঁধেন। ছবির নাম প্রধান। গতবছর ক্রিসমাসে বড় পর্দায় মুক্তি পায় প্রধান। ছবি মুক্তির পর থেকেই বক্স-অফিসে ব্যাপক সাড়া ফেলে। এমনকি দেব –সৌমিতৃষা জুটির ছবি প্রধান বক্স-অফিসে সফল ভাবে ১০০ দিন পার করে।
উল্লেখ্য ইতিমধ্যে সৌমিতৃষা তার দ্বিতীয় ছবির শুটিং শেষ। এই ছবিতে সৌরভ দাসের সঙ্গে জুটি বাঁধবেন সৌমিতৃষা। ছবির নাম ‘১০ই জুন’