MET GALA 2024: মেট গালায় উরফির জামা পরে অ্যামেলিয়া! উরফির অনুরাগীরা করলেন তারই প্রতিবাদ

The Truth Of Bengal: নিউ ইয়র্কের ‘মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট’ এর অনুষ্টিত হওয়া মেট গালা ২০২৪ অনুষ্ঠানটির এবছরের থিম ছিল,”দ্য গার্ডেন অফ টাইম”, যা জে.জি ব্যালার্ড এর ছোট গল্প থেকে অনুপ্রাণিত।
বিশ্বের সবথেকে বেশি আকর্ষণীয় কিংবা অনন্য রেড কার্পেট ‘মেট গালা’! সোমবার একাধিক তারকাদের উপস্থিতিতে, অনন্য পোশাকের বাহারে সেজে উঠেছিল। সেখানেই দেখা মিলল এক নয়া চমকের।
View this post on Instagram
উরফি জাভেদ বরাবরই তাঁর অনন্য ড্রেসিং ভাবমূর্তি নিয়ে ঘুরে বেরান সোশ্যাল মিডিয়াতে। সেখানেই সম্প্রতি বলিউডের এই অন্যতম ফ্যাশন আইকন উরফি জাভেদ’কে দেখা গিয়েছিল তাঁর এক ইউনিক ভাবধারায় তৈরি করা একটি পোশাকে। যেখানে গ্রহ নক্ষত্রের সমাহারে ফুটে উঠেছিল তাঁর জামার সৌন্দর্য। তবে সেই একই পোশাকের ন্যায় এবার দেখা গেল অ্যামেলিয়াকেও।
queen uorfi did it before. pic.twitter.com/d9QwGy1ESU
— Rahul (@JaYaarYahanSe) May 7, 2024
মেট গালা’য় এদিন দেখা একাধিক তারকাদের উপস্থিতির মধ্যে সকলের নজর পরে অ্যামেলিয়ার দিকে। সেখানে তাঁকে দেখা যায় সেই একই পোশাকের আদলে পোশাক পরতে। যেখানে হলুদ রঙের জামার মধ্যে একটা সূক্ষ্ম পাতলা গ্লাসের লেয়ার রয়েছে, তারই মধ্যে থাকা একগুচ্ছ গোলাপ ও প্রজাপতির সমাহার দেখে পাপারাজ্জিদের চক্ষু চরকগাছ।
Hey hey #UorfiJaved donned this look before it was a thing, some credits perhaps #MetGala2024 #MetGala pic.twitter.com/YuCQnwTeCY
— 𝑨𝒚𝒂𝒏𝒐¹⁶🦋(𝑳𝒆𝒄𝒍𝒆𝒓𝒄’𝒔 𝑽𝒆𝒓𝒔𝒊𝒐𝒏) (@ayanohere) May 7, 2024
তবে এতেই শুরু হল কন্ট্রোভার্সির। এদিন বহু উরফি অনুরাগীদের দেখা মেলে, যারা তাঁদের নিজস্ব এক্স হ্যান্ডেল থেকে উরফি ও অ্যামেলিয়ার পোশাকের মধ্যে তুলনা করতে থাকেন। তাঁদের মধ্যেই কেউ কেউ এও লেখেন যে,”এর আগে রানী উরফি করেছিলেন এই চিন্তাভাবনার আবিষ্কার!” তাছাড়াও উরফির আরও এক অনুরাগী এক্স হ্যান্ডেল থেকে ছবি শেয়ার করে লেখেন,”এটা উরফির জামাকে কপি করে অ্যামেলিয়া পরেছেন মেট গালা’য়!” তবে নজর কারে একজন নেটিজেনের করা পোস্ট। উরফির এই অনুরাগী ছিলেন ভীষণ খুশি! তাই তিনি লেখেন, “এই এই! এটা সর্বপ্রথম উরফির চিন্তাভাবনায় করা একটি পোশাক যার কল্পনা করতে পারেননি কেউ কখনোই! সমস্ত কৃতিত্ব মেট গালার!”