কাগজ পড়ছেন মনোজ মিত্র, অনুরাগীদের স্বস্তির খবর দিলেন অভিনেতার ভাই
Manoj Mitra is reading the paper, the actor's brother gave the news of relief to the fans

Truth Of Bengal : বেলা বাড়তেই স্বস্তির খবর। বর্ষীয়ান নাট্যকার মনোজ মিত্রের শারীরিক অবস্থা স্থিতিশীল। সামাজিক মাধ্যমে জানালেন ভাই অমর মিত্র। জ্ঞান ফেরার পর পরিবারের লোকদের চিনতে পেরেছেন কিংবদন্তি শিল্পী।
হাসপাতালে মনোজবাবুকে দেখে আসার পরেই ভাই অমর মিত্র সামাজিক মাধ্যমে সুখবর জানিয়ে লেখেন, ” দেখে এলাম। আনন্দে দূর কেবিনের ভিতর থেকে দেখতে পেয়ে ডেকে উঠলেন, বাবুজি। খুব ভালো আছেন। বাঞ্ছারাম উঠে বসেছে। কাগজ পড়ছে।” এই খবর পাওয়া মাত্রই স্বস্তি পেয়েছে অনুরাগীরা।
প্রসঙ্গত, রবিবার আচমকাই গুরুতর অসুস্থ হয়ে পড়ে মনোজবাবু। অচৈতন্য অবস্থায় ভর্তি করা হয় একটি বেসরকারি হাসপাতালে। চলতি বছর তিনবার অসুস্থ হয়ে পড়েন শিল্পী। বার্ধক্যজনিতকারণে বারংবার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরিবারসূত্রে জানা যায়, বুকে জল জমেছিল নাট্যশিল্পীর। সঙ্গে বয়সজনিত নানা সমস্যা। চিকিৎসকেরা বুকে জমা জল বার করে দিয়েছেন। ওষুধ দিয়ে বাকি জল শুকোনোর চেষ্টা করা হচ্ছে।
তবে এর মাঝেই ভুয়ো খবর রটে যায় সামাজিক মাধ্যমে। বর্ষীয়ান অভিনেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। তারপরেই অমর মিত্র জানান, ‘মনোজ মিত্রর মৃত্যুর খবর একেবারেই ভুয়ো। তাঁর শারীরিক অবস্থা সঙ্কটজনক। তবে তিনি বেঁচে রয়েছেন।’ ভুয়ো খবরের বিরুদ্ধে ফেসবুকে পোস্টও করেন তিনি।
শুধু যে অভিনয় দিয়ে অনুরাগীদের মন জিতেছেন তা নয়, লিখেছেন নাটকও। প্রবীণ পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত, বাসু চ্যাটার্জির ছবিতেও শতাধিক নাটক লিখেছেন। অভিনয় করেছেন তরুন মজুমদার, শক্তি সামন্ত ও গৌতম ঘোষের ছবিতে। ১৯৮৫ সালে শ্রেষ্ঠ নাট্যকারের জন্য সঙ্গীত নাটক আকাদেমি পুরস্কারও পেয়েছেন কিংবদন্তী শিল্পী মনোজ মিত্র।