বিনোদন

ধর্ম বড় নাকি মানুষ বড় এই প্রশ্নের উত্তর নিয়ে আসছে নতুন ছবি ‘কুরবান’!

Kurban movie Trailer Out

The Truth of Bengal: বাংলার এক বাঙালি পরিবারের গল্প বলতে আসছে কুরবান। যার কেন্দ্রবিন্দু হাসান অর্থাৎ অঙ্কুশ ও হিজল অর্থাৎ প্রিয়াঙ্কার পরিবার।  যে পরিবারে আব্বা আম্মা সহ স্ত্রী সন্তান সবাই রয়েছে। কিন্তু আচমকাই তাদের জীবনে ঝড়ের আগমনে নিমেষে সব লন্ডভন্ড হয়ে যায়, ভাঙতে শুরু করে সবকিছু। সেই ঝড়ের আভাসই কুরবান-এর ট্রলারে মিলেছে।  ট্রলারে দেখা গিয়েছে অন্যান্য মানুষের থেকে অনেকটা বেশি অনুভূতিপ্রবন হাসান।

হাসানের বিশ্বাস, চিপ দিয়ে মাছ ধরলে বিশ্বাসঘাতকতা করা হয়।কিন্তু এই ধরনের আলাদা ভাবনার মানুষদের জীবনে সমস্যায় ত কোনও  শেষ থাকে না। তেমনই হলো হাসানের সঙ্গেও। জীবন থেকে পাওয়া নানা চ্যালেঞ্জের সম্মুখীন বিভিন্ন সময় হতে হয়েছিল হাসানকে। এখন প্রশ্ন শুধু একটাই, সমস্ত চ্যালেঞ্জকে উপেক্ষা করে হাসান কি পারবে নিজের জীবনবোধ একইরকম ভাবে ধরে রাখতে? এই প্রশ্নের উত্তর পেতে ছবি মুক্তি পর্যন্ত অপেক্ষা করতেই হবে।

আগামী ২৪ নভেম্বরই ভারত বাংলাদেশে মুক্তি পেতে চলেছে শৈবাল মুখপাধায় পরিচালিত ও অঙ্কুশ প্রিয়াঙ্কা অভিনীত ছবি কুরবান। ছবিতে অঙ্কুশ প্রিয়াঙ্কা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে চলেছে, শান্তিলাল মুখোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, সহ আরো বহু অভিনেতাকে।

Free Access

Related Articles